Chirag Paswan: তিন তালাক থেকে ওয়াকফ বিল, ধর্মের রাজনীতি নিয়ে চাঁচাছোলা চিরাগ
WITT 2025: ওয়াকফ বিল প্রসঙ্গে চিরাগ পাসওয়ানের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "মুসলিমদের মধ্যেও অনেক মানুষ আছেন, যারা এই সংশোধনীগুলিকে প্রকাশ্যে সমর্থন করেছেন। আমিও চেয়েছিলাম যে এই বিলটি জেপিসিতে যাক।"
নয়া দিল্লি: সংখ্যালঘুদের মধ্যে যারা সংখ্যালঘু, তাদের কণ্ঠস্বর হতে চাই, বললেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। টিভি৯ নেটওয়ার্কের আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে ধর্ম ও রাজনীতি নিয়ে খোলাখুলি কথা বলেন বিহারের নেতা। তিনি বলেন, “জামি বা ধর্মের চিন্তা করি না, এই ধরনের রাজনীতি সমর্থনও করি না।”
এ দিন চিরাগ পাসওয়ান বলেন যে তিনি কেন্দ্রীয় রাজনীতির পরিবর্তে রাজ্য রাজনীতি করতে চান। পূর্ণ শক্তি দিয়ে বিহার বিধানসভা নির্বাচন লড়বেন। পাসওয়ান দাবি করেন বিহারে এনডিএ-র সদস্য পাঁচটি দলই নীতীশ কুমারের ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ২৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২২৫টি আসন জিতবে।
ওয়াকফ বিল প্রসঙ্গে চিরাগ পাসওয়ানের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, “মুসলিমদের মধ্যেও অনেক মানুষ আছেন, যারা এই সংশোধনীগুলিকে প্রকাশ্যে সমর্থন করেছেন। আমিও চেয়েছিলাম যে এই বিলটি জেপিসিতে যাক। সাধারণ মানুষ যখন তাদের মতামত তুলে ধরল, তখন বোঝা গেল যে মুসলমানদের মধ্যেও অনেক মানুষ এটিকে সমর্থন করে।”
চিরাগ স্পষ্ট করেন যে তিন তালাকের ক্ষেত্রেও এমন ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে গোটা মুসলিম সমাজ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ, কিন্তু তা মোটেও ছিল না। তিনি বলেন, “আমি সংখ্যালঘুদের মধ্যেও যারা সংখ্যালঘু, তাদের কণ্ঠস্বর হতে চাই।”
সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চান চিরাগ পাসওয়ান। নমাজ এবং ঔরঙ্গজেব নিয়ে রাজনীতি সম্পর্কে তাঁর মতামত জানাতে বলা হয়েছিল, তখন তিনি বলেন, “রাস্তাঘাট এবং ছাদে নমাজ পড়া উচিত কি না তা নিয়ে আলোচনা করা অর্থহীন। বরং আমাদের উন্নয়নের কথা বলা উচিত। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। আমি আবারও বলছি যে জাতপাত এবং ধর্মের কথা বলা অর্থহীন। ধর্মকে মানুষের গণ্ডিতে সীমাবদ্ধ রাখা উচিত।”





