False Case: ধর্ষণের মিথ্যা মামলা করার অভিযোগে এক মহিলা ও তাঁর তিন আইনজীবী সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ
Agra: তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ধর্ষণের অভিযোগ মিথ্যা ছিল। পুলিশ জানিয়েছে, যুবকের থেকে টাকা আদায়ের ষড়যন্ত্র করে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করেছিলেন ওই মহিলা।
আগ্রা: মিথ্যা ধর্ষণের অভিযোগ করায় গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাতে ওই যুবতীকে সাহায্যের অভিযোগ উঠেছিল তিন আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত তিন আইনজীবীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের মামলায় ফাঁসিয়ে নির্দোষ যুবককে ভয় দেখিয়ে তাঁর থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে এই চার জনের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রাতে। অভিযুক্ত চার জন জেল হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৪ জুন এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই মহিলা। হরিপর্বত থানায় সেই অভিযোগ দায়ের করেছিলেন তিনি। ২৮ বছরের ওই মহিলা পুলিশকে জানিয়েছিলেন, রাহুল নামের ২০ বছরের এক যুবক জন্মদিনে তাঁকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। জন্মদিনে হোটেলে গেলে, কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে বেহুশ করা হয়েছিল। তার পর হোটেলের ঘরেই তাঁকে ধর্ষণ করার হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তি রাহুল নামের ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করে হরিপর্বত থানার পুলিশ।
কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ধর্ষণের অভিযোগ মিথ্যা ছিল। পুলিশ জানিয়েছে, যুবকের থেকে টাকা আদায়ের ষড়যন্ত্র করে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করেছিলেন ওই মহিলা। জিতেন্দ্র রাজপুত, নিশান্ত কুমার এবং শেখর প্রতাপ সিং নামের তিন আইনজীবীও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। তাঁরা ওই যুবকের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিল বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এই পাঁচ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ টাকা নিয়েছিলেন ওই মহিলা। এবং বাকি তিন লক্ষ টাকা তিন আইনজীবীকে দেওয়ার কথা ছিল।
অভিযুক্ত মহিলার থেকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা ওই মহিলা খরচ করে ফেলেছেন বলে অভিযোগ। হরিপর্বত থানার স্টেশন হাউস অফিসার অরবিন্দ কুমার বলেছেন, “অভিযুক্ত চার জনকে ভারতীয় দণ্ডবিধির ১৯৫, ৩৮৪, ৩৮৫ এবং ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের মিথ্যা মামলা, ভয় দেখিয়ে টাকা আদায় এবং প্রতারণার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।”