ব্রত ভাঙার তাড়া ছিল, বিশ্বাস করে উঠেছিলেন প্রতিবেশীর বাইকে, ফাঁকা মাঠে মহিলা কনস্টেবলের উপরে চলল পৌশাচিক অত্যাচার!
Physical Assault: বছর উনত্রিশের ওই মহিলা পুলিশকর্মী সোমবার রাতে ডিউটি থেকে ফিরছিলেন। করবা চৌথের ব্রত থাকায় তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাস্তায় বেরতেই কিছুদূরে এক প্রতিবেশী যুবকের সঙ্গে দেখা হয়। ওই যুবক জানায়, সে-ও বাড়ি ফিরছে। ওই মহিলা কনস্টেবলকে বাইকে উঠতে বলে।
লখনউ: মহিলারা কোথাও সুরক্ষিত নন, প্রমাণিত হল আবারও একবার। ডিউটি সেরে ফেরার পথে ‘ধর্ষিত’ মহিলা পুলিশ কনস্টেবল। ধর্ষণের অভিযোগ তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। জানা গিয়েছে, বছর উনত্রিশের ওই মহিলা পুলিশকর্মী সোমবার রাতে ডিউটি থেকে ফিরছিলেন। করবা চৌথের ব্রত থাকায় তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাস্তায় বেরতেই কিছুদূরে এক প্রতিবেশী যুবকের সঙ্গে দেখা হয়। ওই যুবক জানায়, সে-ও বাড়ি ফিরছে। ওই মহিলা কনস্টেবলকে বাইকে উঠতে বলে।
পরিচিত হওয়ায় ওই মহিলা কনস্টেবলও ভরসা করে বাইকে ওঠেন। কিন্তু কিছুদূর গিয়েই বাইক ঘুরিয়ে ফাঁকা একটি চাষের জমিতে ঢুকে পড়ে যুবক। সেখানেই কুকীর্তি ঘটায়। নিজের সম্ভ্রম বাঁচাতে ওই মহিলা কনস্টেবল অভিযুক্তের আঙুলে কামড়ে দেন।
ধর্ষণের পরে তাঁকে ওই অবস্থাতেই ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। ওই মহিলা কনস্টেবল কোনওমতে বাড়িতে ও থানায় অভিযোগ জানান। সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এদিকে, পুলিশ কনস্টেবলই ধর্ষণের শিকার হওয়ায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসন। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক বছরে রেকর্ড মামলা দায়ের এবং তার অভিযুক্তদের গ্রেফতার ও সাজা দিয়ে দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।