বিয়ের পর জিন্সের প্যান্ট পরা নিয়ে আপত্তি স্বামীর, রাগে স্ত্রী এই কাজ করলেন!

Wife Killed Husband: ঝাড়খণ্ডের জামতাড়া থানার অন্তর্গত জোড়ভিটা গ্রাম। সেই গ্রামেই বাড়ি আন্দোলন টুডুর। মাস দুয়েক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় পুষ্পা হেমব্রমের।

বিয়ের পর জিন্সের প্যান্ট পরা নিয়ে আপত্তি স্বামীর, রাগে স্ত্রী এই কাজ করলেন!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 5:01 PM

জামতাড়া: জিন্সের প্যান্ট পরতে ভালবাসেন স্ত্রী। কিন্তু সেই পোশাক স্ত্রী পরলে আপত্তি করেন স্বামী। স্ত্রীয়ের জিন্সের প্যান্ট পরা পছন্দ করেন না তিনি। তা নিয়েই স্ত্রীর সঙ্গে নিত্য়দিনের অশান্তি। সম্প্রতি স্ত্রী জিন্সের প্যান্ট পরে মেলায় গিয়েছিলেন। মেলা থেকে ফিরতেই স্বামী তো রেগে অগ্নিশর্মা। এ নিয়ে দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছিল। মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছিল তা। সে সময়ই ছুরি দিয়ে স্বামীকে আঘাত করেন স্ত্রী। সেই আঘাতেই স্বামীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পোশাক নিয়ে আপত্তি জানানোয় স্বামীকে খুন করার ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায়।

ঝাড়খণ্ডের জামতাড়া থানার অন্তর্গত জোড়ভিটা গ্রাম। সেই গ্রামেই বাড়ি আন্দোলন টুডুর। মাস দুয়েক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় পুষ্পা হেমব্রমের। পোশাক নিয়ে ঝামেলার জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে পুষ্পার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামতাড়া থানার অন্তর্গত জোড়ভিটার কাছেই রয়েছে গোপালপুর গ্রাম। সেই গ্রামে চলছিল মেলা। শনিবার  বিকালে মেলা দেখতে গিয়েছিলেন পুষ্পা হেমব্রম। জিন্সের প্যান্ট ও টপ পরে মেলায় গিয়েছিলেন পুষ্পা। তিনি বাড়ি ফিরতেই স্বামী জিজ্ঞাসা করেন কেন জিন্সের প্যান্ট পরে মেলায় গিয়েছিলেন তিনি। সেই পোশাক পরা নিয়ে কথা কাটাকাটি শুরু হয় ২জনের। সেই কথাকাটি কিছুক্ষণের মধ্যেই বসচার রূপ নেয়। অভিযোগ, তখনই স্বামীকে ছুরি দিয়ে আক্রমণ করেন পুষ্পা।

এর পরই আহত ব্যক্তিকে দ্রুত ধানবাদের হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু সেখানে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বিষয়টি নিয়ে আন্দোলনের বাবা কর্ণেশ্বর টুডু বলেছেন, “ছেলে ও বউমার মধ্যে জিন্স পরা নিয়ে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার সময়ই বউমা আমার ছেলেকে ছুরি দিয়ে মেরেছে। আমার ছেলে মারা গিয়েছে।”

ঘটনা নিয়ে জামতাড়ার স্টেশন হাউস অফিসার আব্দুল রহমান বলেছেন,  “ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ছুরি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি।”