AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bharat Jodo Yatra: ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলালেন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ‘যোদ্ধা’, সঙ্গে গান্ধীজির প্রপৌত্র

Bharat Jodo Yatra: ১৯৪২ সালে 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশ নেওয়া লীলাবাই চিতালে এবং

Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'য় পা মেলালেন 'ভারত ছাড়ো' আন্দোলনের ‘যোদ্ধা’, সঙ্গে গান্ধীজির প্রপৌত্র
ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে যোগ দিলেন মহাত্মা গান্ধীর সঙ্গে জড়িত দই বিশিষ্ট ব্যক্তি
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 6:48 PM
Share

নয়া দিল্লি: পরপর দুই দিন কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দিলেন দুই বিশিষ্ট ব্যক্তি, যাঁদের দুজনের সঙ্গেই জুড়ে আছে মহাত্মা গান্ধীর নাম। বৃহস্পতিবার, খুব অল্প সময়ের জন্য হলেও, কংগ্রেসে এই মেগা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ৯৩ বছর বয়সী লীলাবাই চিতালে। ১৯৪২ সালে ‘ভারত ছাড়ো’ আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি। আর শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন তুষার গান্ধী। তাঁর পরিচয়, তিনি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্র, অর্থাৎ নাতির ছেলে।

বর্তমানে ভারত জোড়ো যাত্রা রয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই এই যাত্রা তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানার মধ্য দিয়ে এসেছে। বৃহস্পতিবার, মহারাষ্ট্রের আকোলা জেলার বড়েগাঁও এলাকায় ভারত জোড়ো যাত্রায় যোগ দেন লীলাবাই চিতালে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জয়রাম রমেশ সঙ্গে লিখেছেন, লীলাবাই চেয়েছেন যে, ভারত জোড়ো যাত্রা সংবিধান রক্ষার দিকেই মনোযোগ দিক।

জয়রাম রমেশের পোস্ট করা ভিডিয়োতে লীলাবাই চিতালে বলেন, “১৯৪২ সালের ৯ অগস্ট আমার বয়স ছিল ১২ বছর। মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ‘করব অথবা মরব’। আমি এবং আমার দুই বন্ধু এক কলেজের সামনে ব্রিটিশ বিরোধী স্লোগান দিতে গিয়ে ধরা পড়েছিলাম। আমাদের বয়স কম ছিল বলে, সেই সন্ধ্যাতেই পুলিশ আমাদের ছেড়ে দিয়েছিল। কিন্তু, আমার বাবা এবং ভাইকে সাড়ে তিন বছর কারাগারে থাকতে হয়েছিল। আজ যেই রকম বলা হচ্ছে, দেশ সেভাবে স্বাধীন হয়নি। ‘ভারত ছাড়ো’ আন্দোলনে সমাজের সর্বস্তরের সব ধর্মের মানুষ যোগ দিয়েছিলেন। ‘ভারত জোড়ো’ যাত্রায় অংশগ্রহণকারীরা সংবিধানকে রক্ষার চেষ্টা করছে।”

অন্যদিকে, মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী বৃহস্পতিবার টুইট করে জানিয়েছিলেন, শুক্রবার তিনি শেগাঁও-তে রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দেবেন। টুইটে তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে জওহরলাল নেহরুর একটি ছবিও পোস্ট করেন। তিনি জানান, ছবিটি সেবাগ্রামে তোলা হয়েছিল। এদিন তাঁর ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার একটি ছবি পোস্ট করে কংগ্রেস লিখেছে, “সঙ্কটের সময়ে দেশকে বাঁচাতে সবসময়ই গান্ধী-নেহরু একজোট হয়েছেন।”