Gujarat Elections 2022: হাতে লিফলেট, মুখে স্লোগান, বিজেপির হয়ে দরজায় দরজায় প্রচারে রোবট
Gujarat Elections 2022: প্রযুক্তির ব্যবহারে বরাবরই এগিয়ে বিজেপি। এবার গুজরাটে দরজায় দরজায় গিয়ে তাদের হয়ে প্রচার করছে একটি রোবট।
আহমেদাবাদ: নির্বাচনী প্রচারে প্রযুক্তির ব্যবহারে বরাবরই অভিনবত্ব দেখয়েছে বিজেপি। কোভিড-১৯ মহামারির সময়ে, নির্বাচন কমিশন যখন সশরীরে জনসভা করা বাতিল করেছিল, সেই সময় ভারতের যে কোনও রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি ভার্চুয়াল সভা আয়োজন করেছিল বিজেপি। তাছাড়া তারাই একমাত্র জল, যারা জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলোগ্রাম ব্যবহার করেছিল। আসন্ন গুজরাট নির্বাচনেও (Gujarat Elections 2022) প্রচারের এক অভিনব উপায় নিল গেরুয়া শিবির। বিজেপির হয়ে গুজরাটে দরজায় দরজায় প্রচারে যাচ্ছে একটি রোবট!
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, রোবটটি তৈরি করেছেন মাল্টি জ়োন আইটি সেল-এর প্রধান হর্ষিত প্যাটেল। রোবটটি মানুষের মধ্যে বিজেপির প্রচার পুস্তিকা বিলি করছে। একইসঙ্গে সে দরজায় দরজায় গিয়ে বিজেপির হয়ে প্রচার চালাচ্ছে। পাশাপাশি আইন পরিষদের বিভিন্ন কাজের জন্যও ব্যবহার করা হচ্ছে। হর্ষিত প্যাটেল জানিয়েছেন, “প্রার্থীদের হয়ে প্রচারের জন্য আমরা রোবটটিতে একটি স্পিকার যুক্ত করেছি, যে স্পিকারে আগে থেকে রেকর্ড করা স্লোগান বাজানো হচ্ছে।”
Harshit Patel, Multi-Zone IT Cell Chief has built this robot, it will campaign for us…it has a screen to show the work done by our party and speakers too. People have liked it and have emerged for public meetings: BJP MLA Pankaj Desai pic.twitter.com/8CKGq7t68q
— ANI (@ANI) November 18, 2022
বিজেপি বিধায়ক পঙ্কজ দেশাই জানিয়েছেন রোবটটি দলের হয়ে প্রচার করবে। তার গায়ে একটি স্ক্রিন লাগানো আছে। ওই স্ক্রিনে রাজ্যে বিজেপি সরকারের করা কাজগুলি দেখানো হচ্ছে। তিনি বলেন, ” মাল্টি জ়োন আইটি সেল প্রধান হর্ষিত প্যাটেল এই রোবটটি তৈরি করেছেন। এটি আমাদের হয়ে প্রচার করবে। এর গায়ে একটি স্ক্রিন এবং স্পিকার লাগানো আছে, আমাদের দলের করা কাজের প্রদর্শনের জন্য। জনগণ এটা পছন্দ করছে এবং জনসভার আসছে।”
দুই দশকেরও বেশি সময় ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও ক্ষমতা ধরে রাখতে মরিয়া তারা। অন্যদিকে, কংগ্রেসও কঠিন লড়াই ছুড়ে দিতে চাইছে। তারাও দরজায়-দরজায় গিয়ে প্রচারে জোর দিচ্ছে। তবে, তৃতীয় পক্ষ হিসেবে এবার আবির্ভূত হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ দল। নির্বাচনী বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত আপ খুব বেশি আসন জিততে না পারলেও, বেশ কয়েকটি আসনে বিজেপি-কংগ্রেসের ভোট কাটতে পারে তারা। আগামী ১ এবং ৫ ডিসেম্বর গুজরাটের ভোটগ্রহণ করা হবে।