Delhi Airport: বিমানযাত্রীর ব্যাগে ২৭ কোটি টাকার হিরেখচিত সোনার হাতঘড়ি! হতবাক শুল্ক বিভাগ
Delhi Airport Customs: বৃহস্পতিবার (৬ অক্টোবর), দিল্লি বিমানবন্দরে সাতটি উচ্চমূল্যের ঘড়ি, অলঙ্কার এবং আরও বিভিন্ন বিলাসবহুল পণ্য বাজেয়াপ্ত করল শুল্ক বিভাগ। যার মোট মূল্য ২৮ কোটি টাকা।
নয়া দিল্লি: বৃহস্পতিবার (৬ অক্টোবর), দিল্লি বিমানবন্দরে সাতটি উচ্চমূল্যের ঘড়ি, অলঙ্কার এবং আরও বিভিন্ন বিলাসবহুল পণ্য বাজেয়াপ্ত করল শুল্ক বিভাগ। যার মোট মূল্য ২৮ কোটি টাকা। শুল্ক বিভাগ জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে একসঙ্গে এত বেশি মূল্যের বাণিজ্যিক বা বিলাসবহুল পণ্য বাজেয়াপ্ত করা হয়নি। শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে সাতটি হাতঘড়ির পাশাপাশি, বেশ কিছু রত্নখচিত গয়না, একটি আইফোন ১৪ প্রো-সহ আরও বেশি কিছু বিলাসবহুল পণ্য উদ্ধার করা হয়েছে।
তবে, বাজেয়াপ্ত হওয়া সমস্ত পণ্যের মধ্যে আলাদাভাবে উল্লেখ করতে হবে মার্কিন গয়না এবং ঘড়ি নির্মাতা ‘জ্যাকব অ্যান্ড কোং’-এর তৈরি একটি ঘড়ি। সোনার দিয়ে তৈরি এবং হিরেখচিত এই ঘড়িটির দাম ১৭ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক বিভাগের কর্তারা। ঘড়িটিতে ১৮-ক্যারেটের সাদা সোনা দিয়ে তৈরি। তার উপর বসানো রয়েছে ৭৬টি সাদা হিরে। এমনটি ঘড়িটির ডায়ালটিও হিরে দিয়ে মোড়া। এই দুর্মূল্য ঘড়িটি ছাড়াও ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি পাইগেট লাইমলাইট স্টেলা আরও পাঁচটি রোলেক্সের হাত ঘড়ি উদ্ধার করা হয়েছে। ‘পাইগেট’ সংস্থার হাতঘড়িটির দাম প্রায় ৩১ লক্ষ টাকা। আর রোলেক্স ঘড়িগুলির প্রতিটির দাম প্রায় ১৫ লক্ষ টাকা।
দিল্লি কাস্টমস জোনের প্রধান কমিশনার সুরজিত ভুজাবল বলেছেন, “দিল্লি বিমানবন্দরে এত বেশি যাত্রী ট্র্যাফিক থাকা সত্ত্বেও সতর্ক কাস্টমস অফিসাররা এই বাজেয়াপ্তকরণ সম্ভব করতে পেরেছেন। ভারতীয় শুল্ক বিভাগ সর্বদা প্রকৃত যাত্রীদের সর্বোচ্চ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান রোধ করে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে।” দিল্লি কাস্টমসের এয়ারপোর্ট কমিশনার জুবায়ের রিয়াজ কামিলি বলেছেন, “মূল্যের দিক থেকে এটাই আইজিআই বিমানবন্দরে একযোগে বাজেয়াপ্ত হওয়া সবচেয়ে বড় বাণিজ্যিক বা বিলাসবহুল পণ্য। এটা একসঙ্গে প্রায় ৬০ কেজি সোনা বাজেয়াপ্ত করার সমান।”
সূত্রের খবর, ঘড়িগুলি চোরাই নয়। তবে মোটা অঙ্কের শুল্ক ফাঁকি দেওয়ার লক্ষ্য়েই হাতঘড়ি ও অন্যান্য বিলাস পণ্যগুলি লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল। দিল্লি বিমানবন্দর দিয়ে বের হওয়ার সময় ধরা পড়ে যায় ওই ব্যক্তি।