21 July TMC Sahid Diwas: ২১ শে জুলাই চিকিৎসকদের কেন কাজে লাগানো হচ্ছে? স্বাস্থ্য দফতরের ডিরেক্টরকে চিঠি অধীরের
21 July TMC Sahid Diwas: উল্লেখ্য, প্রতিবছরের মতো এইবারও ধর্মতলায় পালিত হবে তৃণমূলের শহিদ দিবস। সেই কারণে কারণে সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল টিম এবং রক্ত মজুত রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এরপরই তৈরি হয় বিতর্ক।
কলকাতা: তৃণমূলের শহিদ দিবস কর্মসূচিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কাজে লাগানোর অভিযোগ। স্বাস্থ্য দফতরের ডিরেক্টরকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সংশ্লিষ্ট চিঠিতে অধীরের প্রশ্ন রাজনৈতিক কর্মসূচিতে কেন সরকারি কর্মীদের ব্যবহার করা হবে? তবে শুধু স্বাস্থ্য দফতরেই নয়, এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এইবারও ধর্মতলায় পালিত হবে তৃণমূলের শহিদ দিবস। সেই কারণে কারণে সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল টিম এবং রক্ত মজুত রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এরপরই তৈরি হয় বিতর্ক।
বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলি এই নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে। অবিলম্বে তারা নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছে। শুধু তাই নয়, বিষয়টিকে বেআইনি বলেও দাবি করেছে র্মরত চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা: সজল বিশ্বাস এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় কী উল্লেখ রয়েছে?
নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ দিবসের জন্য জাতীয়-রাজ্য-গ্রাম সড়কের পাশে পাশে যে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রস্তুত থাকতে হবে। মজুত রাখতে হবে রক্ত। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও এই ব্যবস্থা করতে হবে। ফলত, রাজ্য স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকার পর কংগ্রেস দলনেতা চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে।