Education Department: রাজ্যপালের অ্যাকশনের ‘রিঅ্যাকশন’ শিক্ষা দফতরের, গদিচ্যুত উপাচার্যদেরই বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে নিয়োগ
Education Department Vs C V Ananda Bose: শিক্ষা দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে পুনরায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে পাঠানো হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে পাঠানো হয়েছে আশুতোষ ঘোষকে।
কলকাতা: মঙ্গলবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। যা নিয়ে তোলপাড় শিক্ষামহল। এবার বোসের পাল্টা অ্যাকশন নিল শিক্ষা দফতর। যে সব উপাচার্যদের বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে ফেলেছিলেন আচার্য, তাঁদেরকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে পাঠাল রাজ্য শিক্ষা দফতর।
শিক্ষা দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে পুনরায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে পাঠানো হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে পাঠানো হয়েছে আশুতোষ ঘোষকে। অপরদিকে, আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে পাঠানো হয়েছে মিতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আগুনে যে আরও ঘি পড়ল তা মনে করছে শিক্ষা মহল।
সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। সেই সময় রাজ্যের তরফে জানানো হয় আচার্য কর্তৃক এই নিয়োগ বেআইনি। কারণ হিসাবে দর্শানো হয়, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এই নিয়োগ করেছেন বোস। এমনকী নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপরই সংঘাত বাধে রাজ্য-রাজ্যপালের মধ্যে। যদিও, হাইকোর্ট সাফ নির্দেশ দেয় উপাচার্যদের বেতন বন্ধ করা যাবে না।
তবে এরপরও থেমে থাকেননি রাজ্যপাল। তিনি ফের উপাচার্য নিয়োগ করেন। কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ দেবব্রত বোসকে নিয়োগ করেন তিনি। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করেন রাজ্যপাল। এই আবহে রাজ্যের ‘পছন্দের’ উপাচার্যদের কর্মসমিতিতে পাঠানোয় ফের শুরু হয়েছে বিতর্ক।