Cricket Betting: টিপ পেয়েই হোটেলে হানা, রুদ্ধশ্বাস অভিযানে কলকাতায় গ্রেফতার ক্রিকেট বেটিং চক্রের ৩ পান্ডা

Cricket Betting: ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B/420 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে। সমীর ও মনীশকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির আশিস বাত্রা নামে তাঁদের অন্য একজন সহযোগীর খোঁজ পায় কলকাতা পুলিশ। তাঁকেও পরবর্তীতে গ্রেফতার করা হয়।

Cricket Betting: টিপ পেয়েই হোটেলে হানা, রুদ্ধশ্বাস অভিযানে কলকাতায় গ্রেফতার ক্রিকেট বেটিং চক্রের ৩ পান্ডা
কলকাতা পুলিশ।Image Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 7:48 PM

কলকাতা: ক্রিকেট বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগে কলকাতায় গ্রেফতার তিন। তবে তিনজনই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাঁদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করেছে শেক্সপিয়র সরনী থানার পুলিশ। এই ফোন দিয়েই বেটিংয়ের নানাবিধ কাজ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন হেয়ার স্ট্রিট থানা এলাকার গোল্ডেন পার্ক হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর। 

৩১ অক্টোবর এই তিন ব্যক্তির গতিবিধির বিষয়ে কলকাতা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায় দেশে যখনই যেখানে বিশ্বকাপের ম্যাচের আসর বসছে সেখানেই যাচ্ছিল এই তিন ব্যক্তি। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই গোল্ডেন পার্ক হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকেই  গোয়ালিয়রের সমীর খান, এবং দিল্লির মণীশ নামে দুজনকে গ্রেফতার করা হয়। 

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B/420 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে। সমীর ও মনীশকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির আশিস বাত্রা নামে তাঁদের অন্য একজন সহযোগীর খোঁজ পায় কলকাতা পুলিশ। পরে তাঁকে হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্য়েই তাঁর মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এদিন তাঁদের কোর্টে তোলা হলে বিচারক ৬ নভেম্বর পর্যন্ত তিনজনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। চলছে জিজ্ঞাসাবাদ। তাঁরা কোনও বড়সড় বেটিং চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। চক্রের জাল শুধু দেশে নাকি বিদেশেও ছড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।