Virat Kohli ভিডিয়ো: কিংয়ের মেজাজে কোহলি, ৬ ফুট ৫ ইঞ্চির পার্টনারের সঙ্গে জমিয়ে নাচ
IPL 2025, Royal Challengers Bengaluru: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মরসুমের প্রথম হোম ম্যাচে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়ানোই টার্গেট। তার আগে খোশমেজাজে দেখা গেল বিরাট কোহলিকে।

জন সিনার আইকনিক স্টাইলের কপি। জমিয়ে নাচ। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে কিংয়ের মেজাজেই বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মরসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দুটি অ্যাওয়ে ম্যাচ খেলেছিল আরসিবি। নিজেদের প্রথম তথা এ বারের আইপিএলের উদ্ধোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারায় রজত পাতিদারের আরসিবি। দুর্দান্ত পারফর্ম করেছিলেন বিরাট কোহলিও। এরপর চেন্নাই দুর্গে জয় আরসিবির। তাও আবার ২০০৮ সালের পর প্রথম বার। যদিও ঘরের মাঠে ফিরেই অস্বস্তি!
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মরসুমের প্রথম হোম ম্যাচে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়ানোই টার্গেট। তার আগে খোশমেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। আরসিবির তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জন সিনার জনপ্রিয় স্টাইলে মেতে বিরাট কোহলি। শুধু তাই নয়, ড্রেসিংরমে নাচেও মজেছেন। তাঁর ডান্স পার্টনার! ৬ ফুট পাঁচ ইঞ্চির টিম ডেভিড।
আরসিবির শেয়ার করা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। ওয়াংখেড়েতে বিরাট কোহলি বড় ইনিংস খেলতে পারবেন কি না সেদিকেও নজর। গত ম্যাচে ঘরের মাঠে বিরাটের ব্যাটে ভালো ইনিংস আসেনি। সে কারণে কিছুটা অস্বস্তিও ছিল। হোম গ্রাউন্ডের সমর্থকরা বিরাটের ব্যাটিং থেকে বঞ্চিত হয়েছেন। এই ম্যাচে অবশ্য আরও অস্বস্তির খবর আছে আরসিবি শিবিরে। প্রস্তুতি শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরা। হয়তো এই ম্যাচ থেকেই নেমেও পড়বেন।
“His Time is N̶o̶w̶ Forever” 😎🖐
Virat Kohli is THE vibe! 😆❤️
🎧: John Cena (My Time is Now) pic.twitter.com/69uXWrPtcE
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 6, 2025





