Arpita Mukherjee: অর্পিতার গ্রেফতারির পরই উধাও অডি, মার্সিডিজ় সহ চার বিলাসবহুল গাড়ি, বাড়ছে রহস্য

Arpita Mukherjee: ডায়মন্ড সিটি সাউথ অর্থাৎ যে আবাসন থেকে প্রথমে ২২ কোটি নগদ টাকা উদ্ধার হয়, সেই আবাসন থেকেই চারটি গাড়ি উধাও হয়ে গিয়েছে।

Arpita Mukherjee: অর্পিতার গ্রেফতারির পরই উধাও অডি, মার্সিডিজ় সহ চার বিলাসবহুল গাড়ি, বাড়ছে রহস্য
আবারও কেঁদে ফেললেন অর্পিতা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 11:20 AM

কলকাতা: গত শনিবার অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ডায়মন্ড সিটি সাউথ থেকে। ওই আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ কোটি টাকা। আপাতত তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। ওই আবাসন থেকে উধাও হয়ে গিয়েছে, চারটি বিলাসবহুল গাড়ি। ওই আবাসনে মোট ৫ টি গাড়ি রাখা থাকত অর্পিতার। বর্তমানে তার মধ্যে একটি গাড়ি রয়েছে, বাকিগুলি নেই।

ইডি সূত্রে জানা গিয়েছে, চারটি গাড়ির মধ্যে একটি হল অডি এ৪, দ্বিতীয় হন্ডা সিটি, তৃতীয়টি হন্ডা সিআরভি ও অপরটি হল মার্সিডিজ় বেনজ। সূত্রের খবর, অর্পিতাকে গ্রেফতার করার পরই রাতারাতি ওই আবাসন থেকে চারটি গাড়ি উধাও হয়ে গিয়েছে। আধিকারিকদের সন্দেহ, ওই গাড়িতেও টাকা রাখা থাকতে পারে। সেই কারণেই হয়ত কেউ গাড়িগুলি সরিয়ে নিয়ে গিয়ে থাকতে পারে। কারা ওই গাড়ি নিয়ে গেল, সেটাও জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। গাড়িগুলির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, ওই দিন টাকা উদ্ধারের পর অর্পিতাকে গ্রেফতার করার পাশাপাশি, তাঁর একটি সাদা রঙের  মার্সিডিজ় বাজেয়াপ্ত করা হয়েছিল। সেটি বাদে বাকি গাড়িগুলি উধাও হয়ে গিয়েছে। আধিকারিকরা জানতে পেরেছেন, ওই চারটি গাড়ির মধ্যে দুটি গাড়ি অর্পিতা নিজে ব্যবহার করতেন, আর বাকিগুলি কোনও সংস্থার জন্য খাটানো হত। গাড়িগুলির চালকদেরও খোঁজ চলছে। যে ভাবে পরপর অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে, তাতে কোনও সূত্রই ছেড়ে দিচ্ছে না ইডি। আর কোথায় কোথায় নগদ টাকা লুকনো আছে? তা জানতে মরিয়া আধিকারিকরা। অর্পিতাকে পার্থ-ঘনিষ্ঠ বলে উল্লেখ করেছেন ইডি আধিকারিকরা। তাই এই টাকা আর সম্পত্তির সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না, তা জানার চেষ্টা করছে ইডি।