Partha Chatterjee: ‘পার্থ দার’ নাছোড় বায়না! বাধ্য হয়েই ‘ম্যাডাম অর্পিতাকে’ তলব, তারপর…

Partha Chatterjee: ভাত খাওয়ার আবদার করেছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। পার্থ-র শরীরের কথা ভেবেই ভাত দিতে রাজি হননি আধিকারিকরা।

Partha Chatterjee: 'পার্থ দার' নাছোড় বায়না! বাধ্য হয়েই 'ম্যাডাম অর্পিতাকে' তলব, তারপর...
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 12:42 PM

কলকাতা: পার্থবাবু খাদ্যরসিক মানুষ। ভালমন্দ খেতে ভালবাসেন। কিন্তু বয়সের নিয়মে নানা রোগ বাসা বেঁধেছে শরীরে। তার ওপর ইডি অফিসারদের প্রশ্নবাণ। এরই মধ্যে আবার মন্ত্রিত্ব, পদ সর্বস্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই অন্তত রসনা তৃপ্তির বায়নাটুকু তো তিনি করতেই পারেন! কিন্তু, প্রাক্তন মন্ত্রীর আবদার কোনওভাবেই মানছেন না অফিসাররা। ৬৯ বছরের পার্থ যদি অসুস্থ হয়ে পড়েন? সুগারের মাত্রা যদি বেড়ে যায়? অফিসারদের সঙ্গে এ সব নিয়ে নিত্য ঝামেলা। পেরে না উঠে বায়না থামাতে শেষ পর্যন্ত ‘ম্যাডাম অর্পিতা’র (এই নামেই সম্বোধন করছেন ইডি অফিসারেরা) দ্বারস্থ হলেন ইডি অফিসারেরা। সেই টোটকাই কাজ করল শেষমেষ।

আবদার বেশি কিছু নয়। খাবারের থালায় এ সব ফল, রুটি মুখে রুচছে না তাঁর। পাতে একটু ভাত চান তিনি। আর ডায়াবেটিসের কথা ভেবে কিছুতেই ভাত দিতে চাইছেন না ইডি অফিসারেরা। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার এই নিয়ে বেশ সমস্যা হয়। প্রাক্তন মন্ত্রী জেদ ধরে বসেন, ভাত না দিলে কোনও প্রশ্নের জবাব দেবেন না। অফিসারেরা অনেক বোঝালেন। কিছুতেই কাজ হল না। অনেক ভেবে উপায় বের করলেন মহিলা আধিকারিকেরা।

সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্য়ায়কে সবটা বললেন অফিসারেরা। শুনেই উদ্বেগের ছাপ দেখা গেল অর্পিতার চোখে -মুখে। অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বেন ‘পার্থ দা’ (এই নামেই ডাকছেন অর্পিতা)! রাজি হলেন পার্থকে বোঝাতে। ভাত খেলে শরীরের ক্ষতি হতে পারে, কিছুটা ধমকের সুরেই বললেন ‘ম্যাডাম’। আর তাতেই কাজ হল। অফিসারদের কথা না শুনলেও, ‘ম্যাডামে’র কথা ফেলতে পারলেন না পার্থ চট্টোপাধ্য়ায়। ভাতই খেলেন তবে অল্প।

এমন কি বললেন অর্পিতা, যাতে রাজি হয়ে গেলেন পার্থ? সূত্রের খবর, অর্পিতা ধমক দিয়ে বুঝিয়েছেন, অসুস্থ হয়ে পড়লে আইনি লড়াই লড়বেন কী ভাবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আইনি লড়াইয়ের কথা মনে করানোর পরই অল্প ভাত খেতে রাজি হন পার্থ। শুক্রবার সকালেও ইডি অফিসারদের কথা মেনেই খাবার খেয়েছেন তিনি।

আসলে ভুবনেশ্বর এইমসে যখন পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন চিকিৎসকেরা মেডিক্যাল রিপোর্টে জানান, ১৫ বছর ধরে টাইপ ২ ডায়াবেটিস রয়েছে পার্থর। চার পাতার মেডিক্যাল রিপোর্টে বলা হয়, বেশি ভাত খাওয়া ক্ষতিকর হতে পারে পার্থর জন্য। ওষুধ খাওয়ার পাশাপাশি খেতে হবে ফল আর প্রচুর তরল। সেখানেও রুটি, ফল না খাওয়ার বায়না করেছিলেন তিনি, চেয়েছিলেন ভাত। বলেছিলেন, ভাত না খেলে তাঁর ভাল লাগে না। সে দিনের মতো তাঁর বায়না শোনা হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, মেপে ভাত খেতে হবে। সে কথাই মেনে চলছেন অফিসারেরা। এ ছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী, ৪৮ ঘণ্টা অন্তর পার্থ ও অর্পিতা দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে জোকা ইএসআই-তে।