Coronavirus: কলকাতা মেডিক্যালে ভর্তি হওয়া ৬ মাসের শিশুও করোনার কবলে, বাড়ছে উদ্বেগ
COVID 19 in Kolkata: কলকাতা মেডিক্যাল কলেজের শিশুরোগ চিকিৎসক দিব্যেন্দু রায়চৌধুরী জানাচ্ছেন, ওই শিশুকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। যদিও ভেন্টিলেশনে রাখার কারণ, কোভিড নয় বলেই জানাচ্ছেন চিকিৎসক। বিহারের বাসিন্দা ওই শিশু যখন হাসপাতালে ভর্তি হয়েছিল, তখন কোভিড পজিটিভ ছিল না। নিউরোলজিক্যাল ইনফেকশন নিয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি হয়েছিল ওই শিশু।
কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গত বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। রাজ্যজুড়ে কোভিড পরিস্থিতির উপর আরও নজরদারি বাড়ানোর নির্দেশ মুখ্যসচিবের। আর এরপরই রাজ্যে পাঁচ জন করোনা আক্রান্তের খোঁজ। আক্রান্তদের মধ্যে রয়েছে, বিহারের বাসিন্দা সাড়ে পাঁচ মাসের এক শিশুও। তাকে বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি রাখা হয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজের শিশুরোগ চিকিৎসক দিব্যেন্দু রায়চৌধুরী জানাচ্ছেন, ওই শিশুকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। যদিও ভেন্টিলেশনে রাখার কারণ, কোভিড নয় বলেই জানাচ্ছেন চিকিৎসক। টিভি নাইন বাংলাকে চিকিৎসক দিব্যেন্দু রায়চৌধুরী জানান, বিহারের বাসিন্দা ওই শিশু যখন হাসপাতালে ভর্তি হয়েছিল, তখন কোভিড পজিটিভ ছিল না। নিউরোলজিক্যাল ইনফেকশন নিয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি হয়েছিল ওই শিশু। খিঁচুনির সমস্যা ছিল।
পরবর্তী সময়ে একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই সময়ই গতকাল ওই শিশুর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে বলে জানাচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজে শিশুরোগ চিকিৎসক। চিকিৎসক দিব্যেন্দু রায়চৌধুরী বললেন, ওই শিশুকে অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে আগে থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। করোনার কারণে ভেন্টিলেশনে রাখা হয়নি।
শিশুরোগ চিকিৎসক জানাচ্ছেন, রাজ্যে যে করোনা সংক্রমণের খোঁজ মিলছে, সেগুলির জিনোম সিকোয়েন্সিং করা হবে। এরপর বিদেশে যে নমুনা মিলেছে (জেএন.১), সেগুলির সঙ্গে এই জিনোম সিকোয়েন্সিং মিলিয়ে দেখা হবে। এটির সংক্রমণ ক্ষমতা কতটা রয়েছে, তাও দেখা হবে। তাঁর মতে, এই স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা বিশেষ কিছু নাও থাকতে পারে। আপাতত কলকাতা মেডিক্যালে একজনেরই শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে জানাচ্ছেন তিনি।