Physical Harassment: পেন কিনতে গিয়েছিল ছোট্ট মেয়েটা, কলকাতায় ৭৫ বছরের বৃদ্ধের লালসার শিকার নাবালিকা

Minor Girl Assault: ৭৫ বছর বয়সি বৃদ্ধের লালসার শিকার নাবালিকা! ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের নারী নিরাপত্তার বিষয় নিয়ে।

Physical Harassment: পেন কিনতে গিয়েছিল ছোট্ট মেয়েটা, কলকাতায় ৭৫ বছরের বৃদ্ধের লালসার শিকার নাবালিকা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 8:34 PM

কলকাতা: শহর কলকাতায় ফের যৌন নির্যাতনের (Physical Harassment) অভিযোগ। এক নাবালিকাকে যৌন নির্যাতনের (Minor Assault) অভিযোগ উঠল কলকাতার হরিদেবপুর (Haridebpur Police Station) এলাকায়। অভিযোগ ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে। মেয়ের কাছে বিষয়টি জানতে পেরেই নাবালিকার পরিবারের লোকেরা হরিদেবপুর থানায় গিয়ে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে হরিদেবপুর থানার পুলিশ এবং অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেফতা করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। ৭৫ বছর বয়সি বৃদ্ধের লালসার শিকার নাবালিকা! ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের নারী নিরাপত্তার বিষয় নিয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছোট্ট মেয়েটি পেন কিনবে বলে বেরিয়েছিল। যে পেনের দোকানে গিয়েছিল নাবালিকা, সেই দোকানের মালিক ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ। অভিযোগ উঠেছে, ওই নাবালিকা দোকানে যাওয়ার পর সুযোগ বুঝে নাবালিকাকে যৌন নির্যাতন করে বৃদ্ধ দোকানদার। বাড়ি ফিরে গিয়ে নাবালিকা পরিবারের লোকেদের গোটা বিষয়টি জানায়। মেয়ের মুখে বৃদ্ধ দোকানদারের সেই কুকর্মের কথা শুনে হরিদেবপুর থানায় পৌঁছে যান পরিবারের লোকেরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান।  সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশও। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ওই দোকানদারকে গ্রেফতার করে। অভিযোগের সব দিকগুলি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

প্রসঙ্গত, এর আগেও রাজ্যে বার বার নারী নির্যাতনের অভিযোগ উঠেছেন। বাদ যায়নি নাবালিকাও। অতীতে কখনও হাঁসখালি, কখনও মাটিয়ার নির্যাতনের অভিযোগে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। বার বার প্রশ্ন উঠেছে রাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে। এবার খাস কলকাতায় ফের লালসার শিকার এক ছোট্ট নাবালিকা। অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। আর এই গোটা ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে।