Partha Chatterjee: পার্থকে দেখা মাত্রই ফের উঠল ‘চোর চোর’ স্লোগান

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর থেকে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের সামনে 'চোর' স্লোগান উঠেছিল। গত মাসেই পার্থকে আলিপুর আদালতের কোর্ট লক আপ থেকে কোর্ট রুম পর্যন্ত নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি পার্থর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

Partha Chatterjee: পার্থকে দেখা মাত্রই ফের উঠল 'চোর চোর' স্লোগান
পার্থ চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 8:20 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সামনে আবারও উঠল ‘চোর চোর’ স্লোগান। মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। সেই সময়েই পার্থকে দেখে ‘চোর চোর’ স্লোগান উঠল। আজ আদালত চত্বরে অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে দুর্নীতির বিরুদ্ধে সই সংগ্রহের পর্ব চলছিল। ওই সই সংগ্রহ পর্ব চলাকালীনই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছিল আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। পার্থকে দেখামাত্রই সই সংগ্রহ অভিযানের একাংশের থেকে উঠতে থাকে ‘চোর চোর’ স্লোগান। যাঁরা স্লোগান তোলেন, তাঁদের মূল অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়রা দুর্নীতির সঙ্গে যুক্ত। ক্যামেরার সামনে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বললেন, ‘চোরকে চোর বলব না তো কী বলব?’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর থেকে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের সামনে ‘চোর’ স্লোগান উঠেছিল। গত মাসেই পার্থকে আলিপুর আদালতের কোর্ট লক আপ থেকে কোর্ট রুম পর্যন্ত নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি পার্থর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। এরপর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান তুলতে শুরু করেছিলেন। সেদিন স্লোগান শুনে কিছুটা মেজাজ হারিয়েছিলেন পার্থ। বলেছিলেন, ‘সব নাটক।’ সাম্প্রতিক অতীতে রাজ্যের শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। আর তারপর থেকেই এই ‘চোর চোর’ রব তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনীতিকরা। অতীতে গরু পাচার মামলায় গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ঘিরেও এমন ‘চোর চোর’ স্লোগান উঠতে দেখা গিয়েছে। বিরোধী দলগুলিও ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে শাসক দলকে বিঁধতে শুরু করেছিল।

পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। রাজনৈতিক মহলের একাংশ বলছে, এমন টাকার পাহাড় এর আগে বাংলায় অন্তত দেখা যায়নি। আর এই নিয়েই সাধারণ মানুষের একাংশের অন্দরে ক্ষোভ, অসন্তোষ দানা বেঁধেছে।