West Bengal Assembly: পুজোর মুখে একদিনের অধিবেশন বিধানসভায়, হঠাৎ কী হল?
West Bengal Assembly: গত ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে ঘোষণা করেছিলেন বিধায়ক-মন্ত্রীদের বেতন বাড়ানোর কথা। তা কার্যকর করতে গেলে ওই বিলে সংশোধনী আনা প্রয়োজন। জানা যাচ্ছে, বিধায়কদের বেতন বাড়ানো সংক্রান্ত সংশোধনী বিল আনতেই সোমবার বিধানসভার অধিবেশন হতে পারে।
কলকাতা: দেবীপক্ষেই বসতে পারে বিধানসভার অধিবেশন (West Bengal Assembly)। আগামী সপ্তাহের শুরুতে, সোমবার (১৬ অক্টোবর) বিধানসভার অধিবেশন হওয়ার সম্ভাবনা। গত ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে ঘোষণা করেছিলেন বিধায়ক-মন্ত্রীদের বেতন বাড়ানোর কথা। তা কার্যকর করতে গেলে ওই বিলে সংশোধনী আনা প্রয়োজন। জানা যাচ্ছে, বিধায়কদের বেতন বাড়ানো সংক্রান্ত সংশোধনী বিল আনতেই সোমবার বিধানসভার অধিবেশন হতে পারে। দুপুর ১২টায় অধিবেশন শুরু হওয়ার কথা।
উল্লেখ্য, আগের বিলে সংশোধনী না এলে, বেতন বাড়ানোর বিষয়টি বাস্তবায়িত হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়িত করতে তাই পুজোর মধ্যেই সংশোধনী বিল আনার চেষ্টা চলছে বলে খবর। অতীতে পুজোপর্বের মধ্যে বিধানসভার অধিবেশন ডাকার নজির এ রাজ্যে নেই। সোমবার বিধানসভার অধিবেশন বসলে, সেটি এক প্রকার নজির তৈরি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, গতকাল (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সূত্রের খবর, ক্যাবিনেট বৈঠকে এই বেতনের বিষয়টি নিজেই উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তখনই আলোচনায় উঠে আসে, বিল সংশোধন না হওয়া পর্যন্ত বর্ধিত বেতন পাবেন না বিধায়ক-মন্ত্রীরা। এরপর গতরাতেই এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। সোমবার সকাল ১০টায় বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি বৈঠক হবে বলেও জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, সোমবার অধিবেশনে দুটি বিলের সংশোধনী আনা হবে। একটি হল দ্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বারস এমোলুমেন্টস) অ্যাক্ট, ১৯৩৭। এই বিলটি হল বিধায়কদের বেতন সংক্রান্ত। অপরটি হল ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ় অ্যান্ড অ্যালাওয়েন্স অ্যাক্ট, ১৯৫২। এটি মন্ত্রীদের বেতন সংক্রান্ত।
একদিনের ওই অধিবেশনে কতক্ষণ আলোচনা হবে, সেই বিষয়টি স্থির হবে সেদিন সকালের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। তবে এই বিলটি বিধানসভায় পাশ হওয়ার পর অন্যান্য বিলের মতো এটিকেও আইনে পরিণত করার জন্য রাজ্যপালের সম্মতি লাগবে।