Kolkata Metro: শ্যামবাজারে সিগন্যালে সমস্যা, মহালয়ার আগের সন্ধ্যায় দমদম থেকে বন্ধ সব মেট্রো

Kolkata Metro: শ্যামবাজার থেকে এসপ্ল্যান্যাডের মাঝে অনেক মেট্রো আটকে রয়েছে বলে খবর। ইতিমধ্যেই সিগন্যালিংয়ের সমস্ত মেটাতে ময়দানে নেমে পড়েছেন মেট্রোর ইঞ্জিনিয়ররা। কিন্তু, পরিষেবা কখন স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি।

Kolkata Metro: শ্যামবাজারে সিগন্যালে সমস্যা, মহালয়ার আগের সন্ধ্যায় দমদম থেকে বন্ধ সব মেট্রো
পুজোর মুখে বাড়ছে উদ্বেগ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 7:39 PM

কলকাতা: শ্যামবাজারে সিগন্যালিংয়ে বড়সড় সমস্যা। রাস্তাতেই থমকে গেল মেট্রো। সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ শ্যামবাজার স্টেশনে সিগন্যালিংয়ে সমস্যা ধরা পড়ে বলে খবর। তারফলে আংশিকভাবে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। পুজোর বাজার করতে বেরিয়ে মেট্রোর মধ্যে আটকে বেকায়দায় যাত্রীরা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে কবি সুভাষ থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হচ্ছে। কিন্তু, দমদম থেকে কোনও মেট্রো আসছেও না, যাচ্ছেও না। 

সূত্রের খবর, শ্যামবাজার থেকে এসপ্ল্যান্যাডের মাঝে অনেক মেট্রো আটকে রয়েছে। ইতিমধ্যেই সিগন্যালিংয়ের সমস্ত মেটাতে ময়দানে নেমে পড়েছেন মেট্রোর ইঞ্জিনিয়ররা। কিন্তু, পরিষেবা কখন স্বাভাবিক হবে সে বিষয়ে শুরুতে কিছু জানা সম্ভব হয়নি। যদিও শেষে সাড়ে সাতটা নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হয়।

এদিকে পুজোর মুখে ভিড় সামাল দিতে প্রাক পুজো স্পেশ্যাল মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। সেপ্টেম্বরেই শেষেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ১৫ তারিখ পর্যন্ত শনি ও রবিবার চালানো হচ্ছে প্রাক পুজো স্পেশ্যাল মেট্রো। মেট্রোর দেওয়া তারিখের মধ্যে শনিবার ছিল ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর। আগামী ১৪ অক্টোবর শনিবার চলবে আরও স্পেশ্যাল মেট্রো। তালিকায় রবিবার ছিল ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৮ অক্টোবর। স্পেশ্যাল মেট্রো চলবে ১৫ অক্টোবর রবিবারও।