Mamata Banerjee: মহালয়ায় চেতলায় ভার্চুয়াল চক্ষুদান করবেন মমতা, কেমন হবে সেই প্রক্রিয়া?
Durga Puja 2023: মহালয়া থেকে পর পর তিনদিন কলকাতার বেশ কয়েকটি বড় দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ শহরের মোট ৫৫টি পুজো মণ্ডপ। বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন তিনি।
কলকাতা: রাত পোহালেই মহালয়া। আর আগামিকাল বাড়ি থেকেই ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মহালয়া থেকে পর পর তিনদিন কলকাতার বেশ কয়েকটি বড় দুর্গাপুজোর (Durga Puja 2023) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ শহরের মোট ৫৫টি পুজো মণ্ডপ। বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন তিনি। চেতলা অগ্রণীর চক্ষুদানও ভার্চুয়ালিই করবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল সুরুচি সংঘের থিম সং-ও ভার্চুয়ালি প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সুরুচি সংঘের এবারের থিম সং-এর গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী নিজেই।
উল্লেখ্য, চেতলা অগ্রণীর পুজোর অন্যতম পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবছরও চেতলার দেবী প্রতিমার চক্ষুদান করেছিলেন। তবে এবার শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারছেন না পুজোর উদ্বোধনে। তাই এবার ভার্চুয়ালিই চেতলার দেবী প্রতিমার চক্ষুদান করবেন তিনি।
কেমন হবে ভার্চুয়াল চক্ষুদান? জানা যাচ্ছে, ক্যানভাসের উপরে প্রতিমার ছবি তুলে পাঠানো হবে। তৃতীয় নয়ন হবে রূপোর। মুখ্যমন্ত্রী সেটি দু’টি চোখের মাঝে বসিয়ে এঁকে পাঠাবেন। সেটি তারপর তুলে আসল প্রতিমার দুই চোখের মাঝে বসানো হবে। এই ভাবেই এবার চেতলা অগ্রণীর ভার্চুয়াল চক্ষুদান হবে।
এরপর রবিবার ও সোমবারও কলকাতার বেশ কয়েকটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার জেলাগুলির পুজোর উদ্বোধন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কলকাতার পাঁচটি বড় পুজোর উদ্বোধনও করেছেন। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, আহিরিটোলা সর্বজনীন ও এন্টালির পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এবার মহালয়া থেকে টানা তিন দিন ধরে আবার শহরের বাকি পুজোগুলির ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি।