Lady dufferin hospital: ছিল টিউমার, ‘ভুল’ অস্ত্রোপচারে হল ক্যান্সার, সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হামিদার পরিবার
Lady dufferin hospital: রাজহাটের বাসিন্দা হামিদা বিবি (৪০)। টিউমারের অস্ত্রোপচারের জন্য গত বছর জুলাইয় কলকাতার অ্যানেক্স হাসপাতাল লেডি ডাফরিনে ভর্তি করান তাঁর স্বামী মণিরুল মণ্ডল। মণিরুলের অভিযোগ, টিউমারের অস্ত্রোপচার করতে গিয়ে হামিদার মলদ্বারের নাড়ি এবং সন্তানধারণের সঙ্গে সম্পর্কিত নাড়ি কেটে দেন স্ত্রীর চিকিৎসায় যুক্ত চিকিৎসকরা।
কলকাতা: ছিল টিউমারের সমস্যা। সেই কারণে রাজ্যের প্রথম সারির সরকারি মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। আর তারপর হল আরও বিপত্তি। এখন সেই টিউমার আকার নিয়েছে ক্যান্সারে। কয়েক বছর আগেও যিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন, কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনিই এখন শয্যাশায়ী।
রাজহাটের বাসিন্দা হামিদা বিবি (৪০)। টিউমারের অস্ত্রোপচারের জন্য গত বছর জুলাইয় কলকাতার অ্যানেক্স হাসপাতাল লেডি ডাফরিনে ভর্তি করান তাঁর স্বামী মণিরুল মণ্ডল। মণিরুলের অভিযোগ, টিউমারের অস্ত্রোপচার করতে গিয়ে হামিদার মলদ্বারের নাড়ি এবং সন্তানধারণের সঙ্গে সম্পর্কিত নাড়ি কেটে দেন স্ত্রীর চিকিৎসায় যুক্ত চিকিৎসকরা। ভুল বুঝতে পেরে হামিদাকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
কিন্তু এরপরও মেটেনি সমস্যা। ভুল সংশোধন হয়নি বলে দাবি মণিরুলের। এক বছরেরও বেশি সময় ধরে কখনও স্ত্রীরোগ বিভাগ, কখনও জেনারেল সার্জারির বিভাগে হামিদাকে ভর্তি করিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেছেন মেডিক্যালের চিকিৎসকরা। সেই চেষ্টা পূরণ হয়নি।
স্বামীর দাবি,ভুল অস্ত্রোপচারের জেরে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হামিদা। রোগিণীর যা অবস্থা তাতে এখন হামিদাকে ভেলোর নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেডিক্যালের চিকিৎসকরা।
তবে ভুল চিকিৎসার জেরে হামিদার শারীরিক পরিস্থিতি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন মণিরুল। তাঁর বক্তব্য, আর্থিক সামর্থ্য না থাকায় সরকারি হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করিয়েছিলেন। সেই ভরসায় ফাটল ধরিয়েছে সরকারি হাসপাতালের পরিষেবা। মণিরুল মণ্ডল বলেন, “এক বছরের উপর আমার স্ত্রী অসুস্থ। আমি ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। ওষুধ কিনতে পারছি না। সরকার যদি সাহাস্য করে তাহলে চিকিৎসা করাতে পারি।” এমএসভিপি, কলকাতা মেডিক্যাল কলেজ অঞ্জন অধিকারী বলেন, “এই অভিযোগ আমি এখন শুনলাম। লেডি ডাফরিন বহুদিন ধরে সুনামের সঙ্গে মানুষের পরিষেবা দিয়ে এসেছে। অভিযোগ পেয়েই আলটপকা মন্তব্য করা উচিত নয়। তবে আমি তদন্ত করে দেখব অবশ্যই।”