Parade of Planets: আজ সন্ধ্যাতেই মহাকাশে বিরল ঘটনা, এক সারিতে ৬ গ্রহ! দেখা যাবে খালি চোখেই, টাইম কখন জানেন

Parade of Planets: একই সরলরেখায় আসবে মঙ্গল-বৃহস্পতি-শুক্র-শনি-ইউরেনাস-নেপচুন। খালি চোখেই দেখা যাবে মঙ্গল-বৃহস্পতি-শুক্র-শনিকে। তবে ইউরেনাস-নেপচুনকে দেখতে প্রয়োজন হবে টেলিস্কোপের। জ্যোতির্বিজ্ঞানীরা এই খবর দিতেই তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নাগরিক মহলে।

Parade of Planets: আজ সন্ধ্যাতেই মহাকাশে বিরল ঘটনা, এক সারিতে ৬ গ্রহ! দেখা যাবে খালি চোখেই, টাইম কখন জানেন
কী বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা? Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Updated on: Jan 25, 2025 | 1:12 PM

কলকাতা: গগণে গ্রহের ছক্কা। রীতিমতো প্যারেড করে সারিবদ্ধ ৬ গ্রহ। শনিবার সন্ধ্যাতেই মহাকাশে ঘটতে বিরল মহাজাগতিক ঘটনা। তিন ঘণ্টা স্থায়ী হবে গ্রহের প্যারেড। সূর্যাস্তের ৪৫ মিনিট পর এক সারিতে আসছে ৬ গ্রহ। ঝকঝকে রাতের আকাশে চলবে গ্রহ নক্ষত্রের খেলা। প্ল্যানেট প্য়ারেডে অংশ নিচ্ছে ইউরেনাস-নেপচুনও। এটাকে বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ৩ ঘণ্টা স্থায়ী হবে গ্রহের প্যারেড। 

একই সরলরেখায় আসবে মঙ্গল-বৃহস্পতি-শুক্র-শনি-ইউরেনাস-নেপচুন। খালি চোখেই দেখা যাবে মঙ্গল-বৃহস্পতি-শুক্র-শনিকে। তবে ইউরেনাস-নেপচুনকে দেখতে প্রয়োজন হবে টেলিস্কোপের। জ্যোতির্বিজ্ঞানীরা এই খবর দিতেই তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নাগরিক মহলে। সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর চর্চা। সকাল থেকেই বিড়লা প্ল্যানেটোরিয়ামে ব্যাপক ভিড়। কিন্তু, ঠিক কোন সময় দেখা যাবে এই বিরল দৃশ্য? 

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি বলছেন, সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার কথা। তাঁর কথায়, “সন্ধ্যাবেলার আকাশে মোটামুটি ৭টা সাড়ে ৭টার দিকে খুব ক্ষীণভাবে হলেও শনি গ্রহকে দেখতে পাওয়া যাবে। তার ঠিক একটু উপরে দক্ষিণ-পশ্চিম দিগন্তে থাকবে শুক্র গ্রহ। ওটা কিন্তু বেশ উজ্জ্বল।” দেখা যাবে বৃহস্পতিকেও। দেবীপ্রসাদবাবু বলছেন, “একইসময় মাথার মোটামুটি উপরে থাকবে বৃহস্পতি। বেশ কিছুটা পূর্ব দিগন্তে থাকবে মঙ্গলগ্রহ। সুতরাং পশ্চিম থেকে পূর্ব দিগন্ত ঘিরে একটা সরলরেখায় এই গ্রহগুলিকে দেখা যাবে। খালি চোখেই দেখা যাবে। আরও দুটো গ্রহ থাকছে এই রেখায়। তবে তাঁদের খালি চোখে দেখা যাবে না। ইউরেনাস-নেপচুন। ওরা থাকবে শুক্র গ্রহের কাছাকাছি অঞ্চলে। কিন্তু এত ক্ষীণ যে খালি চোখে দেখা কার্যত অসম্ভব।”