‘তুই থাকবি, নয় তোর কুকুর,’ পোষ‍্যকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী!

Molestation Case: তরুণীর কথায়, ''উনি চিৎকার বলতে থাকেন, 'হয় তুই থাকবি, নয় তোর কুকুর!''

'তুই থাকবি, নয় তোর কুকুর,' পোষ‍্যকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী!
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 9:34 PM

বিধাননগর: পোষ্যকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার! চাঞ্চল্যকর অভিযোগ সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক তরুণীর। বিধাননগর পূর্বাঞ্চলে ক্লাস্টার ওয়ানের একটি আবাসনের বাসিন্দা ওই তরুণী নিজের প্রতিবেশীর বিরুদ্ধে তুললেন শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দক্ষিণ বিধান নগর থানা।

পুলিশের সূত্র মারফত খবর, সল্টলেক পূর্বাচল ক্লাস্টারের বাসিন্দা ঋত্বিকা বসু ঠাকুর জানান, মঙ্গলবার সকালে ফ্ল্যাট থেকে তাঁর সারমেয়টি বেরিয়ে পড়ে বাইরে। কোনও ভাবে কুকুরটি আবাসনেরই ছাদে চলে যায়। এরপর ছাদ থেকে সেই সারমেয় তে চিৎকার শুরু করে তাতেই বিরক্ত হয়ে পাশের ফ্লাটের বাসিন্দা জনৈক স্বস্তিক গাঙ্গুলী ছাদে এসে পোষ্য কুকুরটিকে মারতে শুরু করেন। সেই সময় ওই তরুণী এর প্রতিবাদ করতে গেলে তাঁকেও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এমনকি শ্লীলতাহানি করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এ নিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে দক্ষিণ বিধাননগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। গোটা ঘটনার তদন্ত করে দেখছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

ওই তরুণীর অভিযোগ, “সকালে আমার বাবা বাজারে বেরলে তিনতলা থেকে আমার কুকুরটিও নিচে নেমে যায়। গেটের বাইরে চলে গিয়ে আবার ফিরে আসে। কিন্তু তার পর আবাসনের ছাদে চলে যায় পোষ্য। সেখানে এক মহিলা এক্সারসাইজ করছিলেন। তাঁকে দেখে চেঁচাতে থাকে কুকুরটি। ভয়ে তরুণী নিজের ঘরে ঢুকে যান। এর পর ওই আবাসনের এক প্রতিবেশী গাছের ডাল দিয়ে কুকুরটিকে বেধড়ক মারধর শুরু করেন।”

পোষ্যকে বাঁচাতে গিয়ে পার পাননি তিনিও। তাঁকেও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে সেই ডালটাই ভেঙে যায় বলে অভিযোগ তরুণীর। শুধু তাই নয়, এর পর হাত দিয়ে তাঁর বুকে, পেটে আঘাত করা হয় বলে অভিযোগ। তরুণীর কথায়, ”উনি চিৎকার বলতে থাকেন, ‘হয় তুই থাকবি, নয় তোর কুকুর!”

তিনি যোগ করেন, ” আমি ভাবতে পারছি না, বৃদ্ধ বাবা-মাকে নিয়ে এখানে নিরাপদ কিনা।” এর আগেও তাঁকে আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পূর্বাচল ক্লাস্টার ওয়ানের বাসিন্দা ওওই তরুণীর অভিযোগ, একাধিকবার তাঁর বাবা-মাকে হেনস্থা করেছেন পেশায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই ব্যক্তি। এ নিয়ে আবাসন কর্তৃপক্ষকে নালিশও জানিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। এদিনের ঘটনার পর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে এই ঘটনায় অভিযুক্তের বয়ান পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। আরও পড়ুন: ‘গণতন্ত্র কোথায়! সারাদেশে না খুঁজে নিজের রাজ্যে দেখুন’, ‘অহঙ্কারী’ তৃণমূলকে তোপ দিলীপের