সংক্রমণে ভয় ধরাচ্ছে সেই উত্তর ২৪ পরগনা, রাজ্য জুড়ে মৃত্যু ৬, দেখে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি…
West Bengal Corona update: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে৫৪৭ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৬৩৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৯৬ জন কমে হয়েছে ৯ হাজার ৭৩৬।
কলকাতা: সংক্রমণ থেকে মৃত্যুহার অনেকটাই কমল রাজ্যে। করোনায় সুস্থতার হারও বেড়েছে অল্প। তবে কয়েকটি জেলার করোনা সংক্রমণ এখনও চিন্তায় ফেলছে রাজ্যকে। বিশেষতঃ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলার কোভিড গ্রাফ থাকছে উপরের দিকেই।
রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে৫৪৭ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৬৩৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৯৬ জন কমে হয়েছে ৯ হাজার ৭৩৬। সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৭৫২ টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা রাজ্যে। করোনা পজিটিভিটি রেট ১.৪৯ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০ ।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় ১১ সুস্থ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলাবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। সোমবার-০, মঙ্গলবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-১।
হুগলি– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।