Tapas Roy: তৃণমূল থেকে ‘উড়ে গেল পাখি’! বিধানসভার বাইরে দাঁড়িয়ে তাপস বললেন…

Tapas Roy: এ দিকে, তাপসের দলত্যাগের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। এরপর কি তাঁর গন্তব্য বিজেপি? আবার কানাঘুষো এও শোনা যাচ্ছে, উত্তর কলকাতা থেকে নাকি 'প্রতিদ্বন্দ্বী' সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন? এই প্রশ্নের উত্তরে সোমবার কুণাল ঘোষ যদিও মুচকি হেসেছিলেন। বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্যও শোনা গিয়েছিল তাঁর গলায়। বলেছিলেন, 'দুলে রাজা,জনি লিভার আপনি কোন দিকে?'

Tapas Roy: তৃণমূল থেকে 'উড়ে গেল পাখি'! বিধানসভার বাইরে দাঁড়িয়ে তাপস বললেন...
তাপস রায় Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 2:21 PM

কলকাতা: দল ছেড়েছেন। পদও ছেড়েছেন। লোকসভা ভোটের প্রাক্কালে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের এই সিদ্ধান্তে কার্যত রাজনৈতিক মহলে চাপানউতোর বাড়ছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি অন্য কোনও দলে যোগ দিতে চলছেন তাপস?

এ দিকে, তাপসের দলত্যাগের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। এরপর কি তাঁর গন্তব্য বিজেপি? আবার কানাঘুষো এও শোনা যাচ্ছে, উত্তর কলকাতা থেকে নাকি ‘প্রতিদ্বন্দ্বী’ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন? এই প্রশ্নের উত্তরে সোমবার কুণাল ঘোষ যদিও মুচকি হেসেছিলেন। বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্যও শোনা গিয়েছিল তাঁর গলায়। বলেছিলেন, “দুলে রাজার জনি লিভার আপনি কোন দিকে?” অর্থাৎ, ওই সিনেমায় দেখা গিয়েছিল বলিউড কৌতুক অভিনেতা জনি লিভার অপর অভিনেতা কাদের খানের অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় অভিনয় করেছেন। কাদের খান ও গোবিন্দা পরস্পরের বিরোধী। জনি লিভার কাদের খানের অ্যাসিস্ট্যান্ট হলেও কাজ করতেন গোবিন্দার হয়ে। যার জেরে ক্ষতি হয়েছিল আখেরে কাদের খানেরই। ফলত, মুচকি হেসে কুণাল কী বোঝাতে চাইলেন তা তো সময়ই বলবে।

এ দিন, অন্য দলে যোগদান প্রসঙ্গে, তাপস যদিও একটি বাক্যও খরচ করেননি। শুধু বললেন, “আমি এখন মুক্ত বিহঙ্গ। ফ্রি বার্ড। আমার সিদ্ধান্ত আমি কী করব, না করব।” উল্লেখ্য, আজ দল ছাড়ার পূর্বে একরাশ ক্ষোভ-অভিমান উগরে দেন তৃণমূলের বিরুদ্ধে। ইডি অভিযানের পর শেখ শাহজাহানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিধান সভায় উল্লেখ করলেও তাঁর নাম টুকুও বলেননি। তিনি আহত।