Dilip Ghosh on Tapas Roy: ‘তাপস দা-কে দিয়ে শুরু…’, জল্পনা আরও উস্কে দিলেন দিলীপ ঘোষ

Tapas Roy: তাঁর সঙ্গে তাপস রায়ের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে মনের কথা বলেছেন। আজও তাই করেছেন।" তাপস রায় কি বিজেপিতে যোগ দিচ্ছেন? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন দিলীপ।

Dilip Ghosh on Tapas Roy: 'তাপস দা-কে দিয়ে শুরু...', জল্পনা আরও উস্কে দিলেন দিলীপ ঘোষ
তাপস রায় প্রসঙ্গে বললেন দিলীপImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 1:42 PM

কলকাতা: ভোট এগিয়ে আসতেই বঙ্গ রাজনীতিতে বদলাচ্ছে একাধিক সমীকরণ। কোন দলে যাচ্ছেন, তা স্পষ্ট না হলেও তাপস রায় যে তৃণমূল ছাড়ছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। বিধায়ক পদেও তিনি ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই। এরই মধ্যে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দাবি করলেন, এমন দৃশ্য অদূর ভবিষ্যতে আরও অনেক দেখা যাবে। গত ১২ জানুয়ারি তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। তারপর থেকে ৫২ দিন কেটে গেলেও দলের তরফে কেউ যোগাযোগ করেনি বলে দাবি করেছেন তাপস রায়। সে কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তাপস রায়। তবে দিলীপ ঘোষের দাবি, তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে বলেই টিকে থাকতে পারলেন না তাপস রায়।

তাপস রায়ের দল ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তাপস দার মতো ওই জেনারেশনের রাজনীতিকরা দলে থাকতে পারছেন না। তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, তাই তাঁদের পক্ষে দলে টিকে থাকা কষ্টের। উনি অনেক চেষ্টা করেছেন পারেননি।” দিলীপের আরও দাবি, যাদের হাতে দল গিয়েছে, তারা মূল্যবোধ শেষ করে দিয়েছে। দিলীপ বলেন, “তাপস দা-কে দিয়ে শুরু হল, আগামীতে আরও অনেক এরকম দৃশ্য দেখা যাবে।”

তাঁর সঙ্গে তাপস রায়ের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে মনের কথা বলেছেন। আজও তাই করেছেন। ওঁর মতো রাজনীতিক নিশ্চয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মাথা উঁচু করে কাজ করবেন ভবিষ্যতে।”

তবে বিজেপিতে কি যাচ্ছে তাপস? দিলীপ বলেন, “অনেকেই আসছেন। আসবেন কি না, সেটা ওঁর সিদ্ধান্ত। তবে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, এটুকু বলতে পারি।”