Loksabha Election: এক দফায় ভোট চায় TMC, ‘বিচার ব্যবস্থায় থেকে বিজেপির সঙ্গে কারও যোগাযোগ নেই তো?’, কমিশনে প্রশ্ন দলের

Loksabha Election: তৃণমূল নেতা বলেন, 'কমিশনকে নিরপেক্ষ হতে হবে। শুধু ইডি-সিবিআই নয়, বিচার ব্যবস্থার মধ্যে যদি কেউ থাকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের কন্ট্রোল করতে হবে।' ইডি ও সিবিআই দৌড়ে বেড়ালেন রাজ্যে ভোট কী করে হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।

Loksabha Election: এক দফায় ভোট চায় TMC, 'বিচার ব্যবস্থায় থেকে বিজেপির সঙ্গে কারও যোগাযোগ নেই তো?', কমিশনে প্রশ্ন দলের
কমিশনের সঙ্গে বৈঠকে তৃণমূলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 2:14 PM

কলকাতা: ২০১৯ সালে রাজ্যে সাত দফায় হয়েছিলে লোকসভা নির্বাচন। এবার যাতে এক দফাতেই ভোট হয়, নির্বাচন কমিশনের কাছে সেই আর্জি জানাল তৃণমূল। আজ সোমবার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে ছিল সব দলের বৈঠক। উপস্থিত ছিলেন বিজেপি, তৃণমূল ও সিপিএমের প্রতিনিধিরা। সেই বৈঠকেই এক দফায় ভোট করার আর্জি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য সাত দফায় নির্বাচন করা হয়। এক দফায় ভোট করার জন্য যত বাহিনী আনার আছে আনা হোক, এমনটাই দাবি করেছে তৃণমূল।

সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদী-শাহদের সুবিধার জন্য সাত দফায় কেন ভোট হবে? এর বিরোধিতা করছি।” তাঁর আরও দাবি, সিআইএসএফ আনার জন্য মানুষ ভয় পাচ্ছে, ভোট দিতে বেরচ্ছে না। তৃণমূল সাংসদ বলেন, বিজেপি নেতাদের পিছনে দৌড়চ্ছে সিআইএসএফ, মহিলাদের হুমকি দিচ্ছে, বলছে পদ্মে ভোট দিতে হবে। বিজেপির এজেন্ট হিসেবে কাজ হচ্ছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য়ে সিআইএসএফ-কে নিয়ন্ত্রণ করছেন কন্ট্রোল করছেন শুভেন্দু অধিকারী। বলে দিচ্ছেন কে কোথায় যাবে, কী করে মানুষের ভরসা থাকবে।

একই সঙ্গে তৃণমূল নেতা বলেন, ‘কমিশনকে নিরপেক্ষ হতে হবে। শুধু ইডি-সিবিআই নয়, বিচার ব্যবস্থার মধ্যে যদি কেউ থাকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের কন্ট্রোল করতে হবে।’ ইডি ও সিবিআই দৌড়ে বেড়ালেন রাজ্যে ভোট কী করে হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপির প্রতিনিধিরা দাবি করেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট করার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।