Fraud Case: প্রাক্তন IPS অফিসারের আত্মীয়কেই ঘোল খাইয়ে দিল, বসে বসে অর্থ লক্ষ টাকা ট্রান্সফার

Fraud Case: সল্টলেক সেক্টর ২ এর বাসিন্দা প্রাক্তন আইএএস অফিসার দীপঙ্কর মুখোপাধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তাঁর মা একটি ২.৫ লক্ষ টাকার চেক দেন, যেটা বাউন্স হয়ে যায়।

Fraud Case: প্রাক্তন IPS অফিসারের আত্মীয়কেই ঘোল খাইয়ে দিল, বসে বসে অর্থ লক্ষ টাকা ট্রান্সফার
সাইবার ক্রাইম (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 2:41 PM

 কলকাতা: প্রাক্তন আইএএস অফিসারের পরিবারের সদস্যকে প্রতারণার অভিযোগ। প্রাক্তন আইএএস অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রতারণা চক্রের অন্যতম মূল পাণ্ডা। অভিযুক্তকে গঙ্গারামপুর থেকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ২ এর বাসিন্দা প্রাক্তন আইএএস অফিসার দীপঙ্কর মুখোপাধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তাঁর মা একটি ২.৫ লক্ষ টাকার চেক দেন, যেটা বাউন্স হয়ে যায়। এরপরই তিনি অনলাইনে একটি ওয়েবসাইট মাধ্যমে ব্যাঙ্কের হেল্প ডেস্ক এর নম্বরে ফোন করেন।

সেখানে তাঁর মায়ের সঙ্গে ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে কথা বলে অ্যাকাউন্টের  ক্রেডেন্সিয়াল এবং ওটিপি নিয়ে নেয়। এরপরই অ্যাকাউন্ট থেকে ৪৯ হাজার ৯৯৯ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যেই অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে সেটি গঙ্গারামপুরের বাসিন্দা অধীররিয়াস কেশ নামে এক ব্যক্তির। রবিবার সেই সূত্র ধরে হানা দিয়ে অভিযুক্ত অধিরিয়াস কেশকে গ্রেফতার করে পুলিশ। সোমবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই ঘটনার মাস্টারমাইন্ডের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।