ED on Seikh Sahajahan: শাহজাহান নিয়ে অন্য আশঙ্কায় ইডি, ছুটল হাইকোর্টে…

ED: ইডির আশঙ্কা, কিন্তু আগামী ৬ দিন শাহজাহানকে রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে রেখে ওই মামলার তদন্তে তথ্য নথি নষ্ট করে দিতে পারে। তাই তাদের চ্যালেঞ্জ মামলাটি শুক্রবারই জরুরি ভিত্তিতে শোনা হোক বলে আবেদন করেন। আদালত অবশ্য এখনও এই ব্যাপারে কোনও আশ্বাস দেয়নি।

ED on Seikh Sahajahan: শাহজাহান নিয়ে অন্য আশঙ্কায় ইডি, ছুটল হাইকোর্টে...
শাহজাহানকে এবার হাতে পেতে চায় ইডি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 2:50 PM

কলকাতা: শেখ শাহজাহান গ্রেফতার হতেই আদালতে ছুটল ইডি। তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিট গঠন সংক্রান্ত যে মামলা ছিল, তা নিয়েই মূলত এদিন আদালতের দ্বারস্থ হয় ইডি। এ মামলার দ্রুত শুনানি চায় তারা। প্রধান বিচারপতির কাছে এই নিয়ে চিঠি দিয়েছে ইডি। বৃহস্পতিবার ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে বলেন, সিট গঠন সংক্রান্ত ডিভিশন বেঞ্চের স্থগিত মামলাটি ৬ মার্চ শুনানির জন্য রাখা হয়েছে।

ইডির আশঙ্কা, আগামী ৬ দিন শাহজাহানকে রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে রাখলে ওই মামলার তদন্তে তথ্য নথি নষ্ট করে দিতে পারে। তাই তাদের চ্যালেঞ্জ মামলাটি শুক্রবারই জরুরি ভিত্তিতে শোনা হোক বলে আবেদন করেন। আদালত অবশ্য এখনও এই ব্যাপারে কোনও আশ্বাস দেয়নি।

শাহজাহান গ্রেফতার হলেও ইডি- রাজ্য পুলিশ দ্বন্দ্ব কিন্তু রয়েই গেল। শাহজাহান গ্রেফতারির পরই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, শাহজাহানকে ইডি গ্রেফতার করতে পারত। পাল্টা ইডির অভিযোগ, নিজেদের দায় এড়াতে এমন মন্তব্য করছে পুলিশ। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলা-সহ আরও একটি মামলায় শাহজাহানের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। মামলায় সন্দেশখালির ‘বাদশা’কে হেফাজতেও পেতে চায় তারা।