Partha Chatterjee: একই আবেদন বার বার! আদালতে জরিমানা পার্থর

Recruitment Scam: হঠাৎ জরিমানা কেন হল পার্থর? জানা যাচ্ছে, একই আবেদন বার বার করার কারণে পার্থকে এই জরিমানা করা হয়েছে। পার্থর হয়ে তাঁর আইনজীবী আজ আদালতে গ্রুপ সি মামলার সরকারি কপি নেওয়ার জন্য আবেদন করেন। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক।

Partha Chatterjee: একই আবেদন বার বার! আদালতে জরিমানা পার্থর
পার্থ চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 5:29 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে ১ হাজার টাকা জরিমানা করল আলিপুরে বিশেষ সিবিআই আদালত। বুধবার, গ্রুপ সি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেই মামলায় আজ পার্থ চট্টোপাধ্য়ায়-সহ বাকিদের ১১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু হঠাৎ জরিমানা কেন হল পার্থর? জানা যাচ্ছে, একই আবেদন বার বার করার কারণে পার্থকে এই জরিমানা করা হয়েছে। পার্থর হয়ে তাঁর আইনজীবী আজ আদালতে গ্রুপ সি মামলার সরকারি কপি নেওয়ার জন্য আবেদন করেন। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক।

উল্লেখ্য, এই একই কপি চেয়ে এর আগেও আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল। সম্প্রতি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নামে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে কোনও অপরাধমূলক মামলায় চার্জশিটে কোনও মন্ত্রী-বিধায়কের নাম রাখতে হয়, সেক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন দরকার হয়। সম্প্রতি গ্রুপ সি মামলায় সেই অনুমোদন দিয়েছে রাজভবন। তারপর আজ যখন গ্রুপ সি মামলা ওঠে আলিপুর আদালতে, তখন পার্থর আইনজীবী ফের চার্জশিটের সরকারি কপির জন্য আবেদন করেন। আর তাতেই বার বার একই আবেদন করার পার্থকে জরিমানা করল আদালত। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আলিপুরে বিশেষ সিবিআই আদালত।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের জুলাই মাসে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ২৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্বের শেষে ইডির হাতে গ্রেফতার হন তিনি। তারপর থেকে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু জামিন এখনও অধরা পার্থ চট্টোপাধ্যায়ের। একাধিকবার আবেদন জানিয়েও লাভ হয়নি। আর এরই মধ্যে আবার জরিমানাও হল পার্থ চট্টোপাধ্যায়ের।