IIT থেকে প্রশিক্ষণ নিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা, বড় উদ্যোগ রাজ্যের
Rural Development: শুক্রবার কল্যাণীর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপকুমার মজুমদার আজ এই কর্মশালার উদ্বোধন করলেন। কীভাবে আরও ভালভাবে প্রশাসন চালানো যায়, সাধারণ মানুষের জন্য নীতিগুলিকে কীভাবে আরও সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সেই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মশালায়।
কলকাতা: আইআইটি খড়্গপুর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন রাজ্যের সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতিরা। রাজ্যের ৩৪৫টি পঞ্চায়েত সমিতির সভাপতিদের প্রশাসনিক কাজকর্ম আরও সুদক্ষভাবে সামলানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছেন আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা। শুক্রবার কল্যাণীর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপকুমার মজুমদার আজ এই কর্মশালার উদ্বোধন করলেন। কীভাবে আরও ভালভাবে প্রশাসন চালানো যায়, সাধারণ মানুষের জন্য নীতিগুলিকে কীভাবে আরও সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সেই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মশালায়।
গ্রামোন্নয়নের ক্ষেত্রে একটি বড় স্তম্ভ হল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে প্রচুর টাকা বরাদ্দ করা হয়ে থাকে সরকারের তরফে। সেই টাকা পঞ্চায়েত স্তরের মাধ্যমেই মানুষের জন্য ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে যাঁরা ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি হন, বিশেষ করে যাঁরা জেলা পরিষদের সভাধিপতি কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতি হন, তাঁদেরও একটি বড় ভূমিকা থাকে।
রাজ্যে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে ইতিমধ্যেই সব জায়গায় বোর্ড গঠন হয়ে গিয়েছে। এমন অবস্থায় বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে আরও সাজিয়ে তুলতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে সরকার। তাই এবার পঞ্চায়েত সমিতির সভাপতিরা কীভাবে আরও ভালভাবে, আরও দক্ষভাবে প্রশাসনিক কাজকর্ম সামলাতে পারবে, সেই ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছেন আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা।
শুধু পঞ্চায়েত সমিতির সভাপতিদেরই নয়, জেলা পরিষদের সভাধিপতিদের জন্যও রাজ্য সরকারের তরফে প্রশাসনিক ক্ষেত্র সামলানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত বুধবার থেকে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাপতিদের প্রশিক্ষণ দিচ্ছে জোকা আইআইএম। জেলা পরিষদের সভাধিপতিদের এই প্রশিক্ষণ পাঁচ দিন ধরে চলার কথা রয়েছে।