Garia: দিনেদুপুরে পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ, রণক্ষেত্র গড়িয়া

Garia: রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের কার্যালয় রয়েছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। পুরপিতার সঙ্গে দেখা করার জন্য এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা আসেন। নানা প্রকার সার্টিফিকেট নিতে আসেন অনেকেই।

Garia: দিনেদুপুরে পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ, রণক্ষেত্র গড়িয়া
রক্তাক্ত বেশ কয়েকজন Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 3:10 PM

গড়িয়া: গড়িয়ায় পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। আপাতত পার্টি অফিসে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের কার্যালয় রয়েছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। পুরপিতার সঙ্গে দেখা করার জন্য এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা আসেন। নানা প্রকার সার্টিফিকেট নিতে আসেন অনেকেই। এদিনও পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন। অভিযোগ, আচমকা কিছু লোকজন এসে বাঁশ লাঠি নিয়ে হামলা চালাতে শুরু করে। পার্টি অফিসের চেয়ার টেবিলও ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। কিন্তু, এ ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুরানো শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা, প্রতাপ মিশ্র, বাপ্পা ও রাজকুমার নামে চারজন। অন্যদিকে মারধরের পিছনে অমিত হালদার, সিরাজ, আতাবুল, মিলন বলে চারজনের নাম উঠে আসছে। কিন্তু, এদের পিছনে কারা রয়েছে, কী উদ্দেশ্যে হামলা তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর।