Garden Reach accident: গার্ডেনরিচের ঘটনার জের? বরো ১৫ এর প্রায় সব ইঞ্জিনিয়ারকে বদলি

Garden Reach accident: বিল্ডিং ওয়াটার সাপ্লাই জঞ্জাল ব্যবস্থাপনা সহ সব বিভাগের ইঞ্জিনিয়রকে বদলি করে দেওয়া হয়েছে বলে খবর। দুর্ঘটনার মধ্যে বিতর্কের আবহে নিজেদের মুখ রক্ষার্থেই কী শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত পুরসভার? উঠছে প্রশ্ন।

Garden Reach accident: গার্ডেনরিচের ঘটনার জের? বরো ১৫ এর প্রায় সব ইঞ্জিনিয়ারকে বদলি
গার্ডেনরিচে এভাবেই ভেঙে পড়ে বহুতল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 9:19 PM

কলকাতা: গার্ডেনরিচ ঘটনার জের। বরো ১৫ তে গণহারে বদলি। বরো ১৫ প্রায় সব ইঞ্জিনিয়ারকে বদলি করে দিল কলকাতা পুরসভার কর্মী বর্গ বিভাগ। বিল্ডিং ওয়াটার সাপ্লাই জঞ্জাল ব্যবস্থাপনা সহ সব বিভাগের ইঞ্জিনিয়রকে বদলি করে দেওয়া হয়েছে বলে খবর। দুর্ঘটনার মধ্যে বিতর্কের আবহে নিজেদের মুখ রক্ষার্থেই কী শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত পুরসভার? উঠছে প্রশ্ন। 

রবিবার গভীর রাত আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ১৫ বরোর একটি নির্মীয়মাণ বহুতল। রাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। কয়েক ঘণ্টা পর থেকে উদ্ধার হতে থাকে একের পর এক মৃতদেহ। যদিও রাতের অন্ধকারে উদ্ধারকাজে কিছু সমস্য়া তৈরি হয়। মাঠে নামে এনডিআরএফ। সোমবার সকাল থেকে উদ্ধারকাজে আরও তৎপরতা বাড়ায় প্রশাসন। ঘটনাস্থলে দেখা যায় মেয়র ফিরহাদ হাকিমকে। অভিযোগ, পুরসভার অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছিল বহুতলটি। বহুতলটি যে বেআইনি, তা কার্যত স্বীকার করে নিতে দেখা যায় ফিরহাদকে। 

অন্যদিকে মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেনরিচে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালে গিয়ে কথাও বলেন আহতদের সঙ্গে। এদিকে বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূল সরকারের ক্ষেত্রে সুর চড়িয়ে লাগাতার তোপ দাগতে থাকে বিরোধী। বেআইনি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই জল গড়িয়েছে হাইকোর্টে। এদিকে দুর্ঘটনার পরপরই দেখা যায় গার্ডেনরিচকাণ্ডে পুরসভার ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়। এরইমধ্যে এবার  বরো ১৫ প্রায় সব ইঞ্জিনিয়ারকে বদলি করায় তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৪ জনকে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।