দরজা ভেঙে ঘরে ঢুকে মহিলার পোশাক ছিঁড়ে মার! কোটি টাকা প্রতারণার অভিযোগে উত্তপ্ত বেহালার পর্ণশ্রী
Fraud: বাড়ি ভেঙে ঢুকল আমানতকারীরা। তার পর ঘর ভাঙচুর করে অভিযুক্ত মহিলা ও তার স্বামীকে বাইরে বের করে প্রহার। বুধবার এমনই চাঞ্চল্য়কর ঘটনা ঘটল বেহালার বকুলতলা এলাকায়। জানা গিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১,২০০ মহিলার টাকা তছরুপে অভিযুক্ত জনৈকা ববি বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বাড়ি ভেঙে ঢুকল আমানতকারীরা। তার পর ঘর ভাঙচুর করে অভিযুক্ত মহিলা ও তার স্বামীকে বাইরে বের করে প্রহার। বুধবার এমনই চাঞ্চল্য়কর ঘটনা ঘটল বেহালার বকুলতলা এলাকায়। জানা গিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১,২০০ মহিলার টাকা তছরুপে অভিযুক্ত জনৈকা ববি বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বাড়ির সামনে রীতিমতো তাণ্ডব চালালেন আমানতকারীরা।
প্রথমে ঢিল মেরে ভাঙা হল বাড়ির কাচ। রাস্তায় তখন জড়ো হয়েছেন বহু মহিলা। সবাই তারস্বরে কিছু বলছেন। খানিকক্ষণের মধ্যে শুরু হয় তীব্র বিক্ষোভ। ভাঙল একের পর এক দরজা জানলা ও বাড়ির আসবাবপত্র। তার পর ঘরে ঢুকে অভিযুক্তা ও তাঁর স্বামীকে রাস্তায় এনে মার। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়।
জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা খুলে স্বনির্ভর গোষ্ঠীর টাকা পাইয়ে দেওয়ার নামে প্রায় এক কোটি টাকা প্রতিরণা করা হয়েছে। বুধবার এমনই অভিযোগ করে প্রতারকের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করেন প্রতারিতরা। প্রথমে ঢিল ছোড়া হয় অভিযুক্তের বাড়ির জানলায়। ভেঙে পড়ে একের পর এক জানলার কাচ। ওদিকে ততক্ষণ কয়েকজন মহিলা মিলে শুরু করেছেন দরজা ভাঙার কাজ। অভিযোগ, সাথী উন্নয়ন সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলে প্রায় ১,২০০ মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর টাকা পাইয়ে দেবে বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেই টাকা ব্যাঙ্কে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এমনই অভিযোগ বেহালার বকুলতলার গুলে পাড়ার বাসিন্দা জনৈকা ববি ব্যানার্জীর বিরুদ্ধে। ওই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন মহিলাদের লোনের টাকা নিজেই নিতেন এবং তা ব্যাঙ্কে জমা দেবেন বলতেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় কোনও টাকাই ব্যাঙ্কে জমা পড়েনি। আমানতকারীদের অভিযোগ, এভাবে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন ববি।
তাঁরা জানান, কয়েকজন ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানতে পারেন যে, তাঁদের সেই ব্যাঙ্কে কোন টাকাই নেই। কীভাবে হতে পারে এটা? পাশবইও আপডেট করা হত। প্রশ্ন তুলতে ববির কাছে কোনও সদুত্তর মেলেনি বলে দাবি। আর তার পরেই এদিনের ঘটনা। তাঁদের আরও অভিযোগ, এদিন অভিযুক্তার বাড়ির সামনে জড়ো হন কয়েকজন। আর বেশ কয়েকজন পর্ণশ্রী থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানাতে যান। কিন্তু একাধিকবার ফোন করার পরেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। তাই আমানতকারীরাই দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন বলে যুক্তি দিয়েছেন। গোটা ঘটনায় তীব্র শোরগোল শুরু হয়েছে।
প্রথমে যদিও তাঁদের ডাকে অভিযুক্তা বাড়ির বেরিয়ে এসে কথা বলেন। কিন্তু তাতে ক্ষোভ যেন আরও চরম আকার নেয়। একের পর এক দরজা ভাঙা শুরু হয়। বাড়ির সামনে থাকা স্কুটিকে ইট দিয়ে ভেঙে দেওয়া হয়। তারপর টেনেহিঁচড়ে ওই মহিলাকে বের করে মারধর শুরু হয়। এদিকে মহিলার বিরুদ্ধে যেমন আর্থিক আত্মসাতের অভিযোগ উঠেছে, তেমনি বিক্ষোভকারীদের বিরুদ্ধেও ওই মহিলার পোশাক খুলে নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। এদিকে মহিলা ও তাঁর স্বামীকে মারতে মারতে রাস্তায় বের করে আনা হয়। তখনই উপস্থিত হয় পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কেউ গ্রেফতার বা আটক হননি। আরও পড়ুন: বিকট শব্দে ভাবেন ইনভার্টার ফেটেছে, বেরিয়ে দেখেন রক্তাক্ত বৃদ্ধার গায়ে ডিম লাগাচ্ছেন অনেকে…