Winter Update: আর এক সপ্তাহ, তারপরই কমবে শীতের দাপট?

Winter Update: আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই পরিস্থিতি আগামী আরও বেশ কয়েকদিন বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট। তাতেই খুশি শীতপ্রেমীরা।

Winter Update: আর এক সপ্তাহ, তারপরই কমবে শীতের দাপট?
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 3:58 PM

কলকাতা: নভেম্বরে শীতপ্রেমীরা হতাশ হলেও ডিসেম্বরের শুরু থেকে ঘুরতে শুরু করে খেলাটা। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই নামতে থাকে তাপমাত্রা। বৃষ্টির উদ্বেগ কেটে দেখা মিলেছে ঝকঝকে আকাশের। হাওয়া অফিসের (Kolkata Meteorological Department) পূর্বাভাস বলছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে বঙ্গবাসী। তারপর ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতিটা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী এক সপ্তাহ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

অন্যদিকে ভয় নেই বৃষ্টিরও। সে কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথাওই নেই ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বিগত কয়েকদিন ধরেই ঠান্ডার দাপটের নিরিখে উত্তরের জেলাগুলিকে জোর টক্কর দিচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। শুক্রবার তো পুরুলিয়া ও দার্জিলিংয়ের তাপমাত্রা এক হয়ে গিয়েছিল। পুরুলিয়া আবার পারাপতনের নিরিখে টেক্কা দিয়েছিল কালিম্পংয়ের মতো জেলাকেও। 

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই পরিস্থিতি আগামী আরও বেশ কয়েকদিন বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট।  পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঠান্ডার দাপট সবথেকে বেশি চলবে। বঙ্গে যে শীতল হাওয়া বর্তমানে বইছে তা কাশ্মীর থেকে দিল্লি হয়েই আসছে বলে জানাচ্ছে মৌসম ভবন। হাওয়ার পথে নেই কোনও ঝঞ্ঝা। যে কারণেই হু হু করে পড়ছে পারা। তাতেই খুশি শীতপ্রেমীরা।