Kolkata Dengue: শহরে ডেঙ্গি আক্রান্ত আরও এক জনের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে নাগেরবাজারের নার্সিংহোমে বিক্ষোভ
Kolkata Dengue: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ তারিখ দক্ষিণ দমদম পুরসভার ২২ নং ওয়ার্ডের তেলিপুকুরে বাসিন্দা বছর ৫৪ শিল্পী সাহা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নাগেরবাজারের নিকট একটি নার্সিংহোম ভর্তি হন।
কলকাতা: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত আরও এক জনের মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নাগেরবাজারের নার্সিংহোমে বিক্ষোভ মৃতার পরিবারের। ডেঙ্গিতে আক্রান্তের কথা মেনে নিলেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। নাগেরবাজার এলাকায় উত্তেজনা রয়েছে। নার্সিংহোমে মোতায়েন পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিল্পী সাহা (৫৪)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ তারিখ দক্ষিণ দমদম পুরসভার ২২ নং ওয়ার্ডের তেলিপুকুরে বাসিন্দা বছর ৫৪ শিল্পী সাহা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নাগেরবাজারের নিকট একটি নার্সিংহোম ভর্তি হন। গত দুদিন তার চিকিৎসা ঠিক মতো চলছিল। আজ হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন ডেঙ্গুর কারণে এবং দুপুর বারোটা নাগাদ হৃদযন্ত্র বিকল হয় যাওয়াতেই মৃত্যু হয় তার এমনটাই দাবি হাসপাতালের।
যদিও মৃতের পরিবারের দাবি, চিকিৎসা সঠিক হয়নি। পরিবারের সদস্যদের বক্তব্য, প্লেটলেট এমন কিছু কম ছিল না যার জন্য মৃত্যু হবে। অভিযোগ, চিকিৎসায় গাফিলতি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃতার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, শনিবারও ঠিক ছিলেন শিল্পী। কথাও বলেছিলেন। রবিবার সকালে বলা হয় রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, আই সি ইউতে দিতে হবে। ওই নার্সিংহোমে আই সি ইউ-র ব্যবস্থা নেই। এরপরে বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে ব্যবস্থা করার পর পরিবারকে বলা হয়, রোগীর মৃত্যু হয়েছে।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে, নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে নাগেরবাজার থানার পুলিশ। নার্সিংহোম কর্তৃপক্ষ এ কে বালা রোগীর ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু তাদের বক্তব্য, আচমকাই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন তিনি। রোগীর পরিবারকে সেকথা জানানো হয়েছিল। যতক্ষণে তাঁরা বিকল্প ব্যবস্থা করেছিলেন, ততক্ষণে মৃত্যু হয় রোগীর। এখানে তাঁর জন্য যতটা চিকিৎসা সম্ভব সবটাই করা হয়েছে বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের।
প্রসঙ্গত অতি সম্প্রতি র ডেঙ্গির বলি হয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারি সুপার। শুক্রবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার। হাওড়ার বাসিন্দা ওই স্বাস্থ্য আধিকারিকের বয়স হয়েছিল ৪২।