Anti Corruption Meeting: শিক্ষাক্ষেত্রে নিয়োগ থেকে কয়লা-গরু পাচার, বাংলায় দুর্নীতি তদন্তের গতি এগোল কতটা? রিভিউ বৈঠকে বসছে CBI কর্তা

Anti Corruption Meeting: দুপুরের পর শুরু হবে রিভিউ বৈঠক। আপডেট জানানো হবে দিল্লির সদর দফতরে। বছরের শুরুতেই CBI তদন্তের গতি বাড়াতে পারে, খবরের ইঙ্গিত দিয়েছিল TV9 বাংলা।

Anti Corruption Meeting:  শিক্ষাক্ষেত্রে নিয়োগ থেকে কয়লা-গরু পাচার, বাংলায় দুর্নীতি তদন্তের গতি এগোল কতটা? রিভিউ বৈঠকে বসছে CBI কর্তা
রিভিউ বৈঠকে সিবিআই কর্তা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 10:13 AM

কলকাতা: TV ৯-র খবরেই সিলমোহর। রাজ্যে দুর্নীতি তদন্তের গতি বাড়াতে রিভিউ বৈঠকে বসছে CBI। নিজাম প্যালেসে বৈঠকে বসছেন দুর্নীতি দমন শাখার জয়েন্ট ডিরেক্টর। সূত্রের খবর, বৈঠকে থাকবেন নিয়োগ দুর্নীতির ৫ মামলার তদন্তকারী অফিসার ও সহকারি অফিসাররা। থাকবেন Dig SIT অস্বীন সানভি, কয়লাপাচার, গরুপাচার মামলার তদন্তকারী অফিসার, সমবায় দুর্নীতির তদন্তকারী অফিসার-সহকারী তদন্তকারী অফিসার ও মনিটরিং অফিসাররা। দুপুরের পর শুরু হবে রিভিউ বৈঠক। আপডেট জানানো হবে দিল্লির সদর দফতরে। বছরের শুরুতেই CBI তদন্তের গতি বাড়াতে পারে, খবরের ইঙ্গিত দিয়েছিল TV9 বাংলা।

রাজ্যে একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্ত করছে সিবিআই। মূলত তদন্তের গতি বাড়ানোর জন্যই এই মিটিং ডাকা হয়েছে। এই বৈঠকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে পাঁচটি মামলা রয়েছে, সেগুলির তদন্ত কতটা এগোল, তা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি, সমবায় দুর্নীতি, গরু ও কয়লা পাচারের তদন্তকারী অফিসারাও থাকবেন। এই তদন্তগুলির গতি কতটা এগোল, তা জানতে চাইবেন সিবিআই কর্তা। বৈঠকে থাকবেন হাইকোর্ট নিযুক্ত ডিআইজি সিট অসীম তনভি। তদন্তপ্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কীভাবে তদন্তের গতি বাড়ানো যায়, কোনও আইনি জট রয়েছে কিনা, সে বিষয়ে জয়েন্ট ডিরেক্টর আলোচনা করবেন। প্রয়োজনে তদন্তকারী অফিসারদের কিছু নির্দেশও দিতে পারেন।

প্রত্যেকটি তদন্তের ক্ষেত্রে সিবিআই-এর সহকারি তদন্তকারী অফিসার, মনিটারিং অফিসার থাকেন। তাঁদেরকেও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতে পারেন সিবিআই কর্তা।  গরু ও কয়লা পাচার মামলার ক্ষেত্রে সিবিআই প্রথম তদন্ত শুরু করে, পরে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলা যোগ হয়। এই তালিকায় নবতম সংযোজন সমবায় দুর্নীতি। বেশ কিছুটা সময় ধরেই রাজ্যের একধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত করে চলেছে সিবিআই। কিন্তু গতিপ্রকৃতি নিয়ে একাধিকবার হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখেও পড়েন সিবিআই আধিকারিকরা। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি জয়মাল্য বাগচী একাধিক ইস্যুতে সিবিআই-এর আইনজীবীকে তদন্তের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়েছেন, আর কতদিন তদন্ত চলবে বলেও জানতে চেয়েছেন। এবার সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়েই আলোচনা করবেন সিবিআই শীর্ষ কর্তা।