Anubrata Mondal: গরু পাচার মামলায় হাইকোর্টে অনুব্রত, আজ রায় ঘোষণার সম্ভাবনা
Anubrata Mondal: গরুপাচার মামলায় প্রভাবশালী তত্ত্বের অভিযোগ সিবিআইয়ের। ১৪৫ দিন জেল হেফাজতে রয়েছে অনুব্রত।
কলকাতা: আজ অনুব্রতর জামিন চেয়ে মামলার রায়। দুপুর ২ টোয় মামলার রায়। রায় দেবে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। গরুপাচার মামলায় প্রভাবশালী তত্ত্বের অভিযোগ সিবিআইয়ের। ১৪৫ দিন জেল হেফাজতে রয়েছে অনুব্রত। ভোট পরবর্তী হিংসার মামলাতেও কেষ্টর বিরুদ্ধে তদন্তে CBI। কেন অনুব্রত প্রভাবশালী, শুনানিতে তা জানতে চান বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয়কুমার গুপ্ত। রাজ্য জানায়, রাজ্য পুলিশরে খাতায় একটি মাত্র অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। এদিনের জামিনের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের আইনজীবীর সওয়াল হতেই পারে, মূলত অভিযুক্ত সতীশ কুমার যদি ৩৩ দিনের মাথায় জামিন পান, তাহলে অনুব্রত মণ্ডল কেন পাবেন না? অন্যদিকে, তদন্তকারীদের আইনজীবীদের তরফে প্রভাবশালী তত্ত্বটিকেই খাঁড়া করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারপতি জয়মাল্য বাগচী অবশ্য, সিবিআই-এর তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে হাইকোর্টে পেশ করা হয়। প্রভাবশালী যোগের পর বগটুই কাণ্ডে কেষ্টর যোগের অভিযোগ তুলে চাপ বাাড়ায় সিবিআই। অন্যদিকে, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করে, অনুব্রত কেন পাবেন না? সেই প্রশ্ন তোলেন কেষ্টর আইনজীবী।
প্রসঙ্গত, মঙ্গলবার সিবিআই- অনুব্রতর আইনজীবীর সওয়াল জবাবে রীতিমতো তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ। সিবিআই-এর আইনজীবী অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করতে গিয়ে ‘রাজনৈতিক দৈত্য’ বলে উল্লেখ করেন। বিচারপতি জয়মাল্য বাগচি ও অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ আগেই আদালতে জানাতে বলেছিল, যে অনুব্রতর বিরুদ্ধে আর কী কী অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে অনুব্রতর বিরুদ্ধে শিবঠাকুর মণ্ডলের করা মামলার বিষয়টিই কেবলমাত্র উল্লেখ করা হয়। তখন বিচারপতি প্রশ্ন করেন, কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল? সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “এটা স্পষ্ট, বিকৃত তথ্যের ওপর নির্ভর করে মামলা রুজু করা হয়েছে।” কেষ্টর বিরুদ্ধে হওয়া সব মামলার স্টেটাস রিপোর্ট চেয়েছেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। আজ রাজ্য পুলিশেরও মুখ বাঁচানোর দিন।