CBI On RG Kar Case: ‘তিলোত্তমা’কে সুবিচার দেবেন মহিলাই, বড় পদক্ষেপ CBI-এর
CBI On RG Kar Case: কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, দিল্লি এসি ১ (AC-1) শাখায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, 'তিলোত্তমাকে' ন্যায় বিচার পাইয়ে দিতে বারো জনের একটি দল গঠন সিবিআই-এর। সেখানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ,ডাক্তার ও তদন্তকারী আধিকারিকরা।
কলকাতা: আরজি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এই মামলার সব কেস ডায়রি হাতে নিয়ে নিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। বুধবার একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে। সিবিআই সূত্রে খবর, ‘তিলোত্তমা’-কে বিচার দিতে এবার মহিলা অফিসারকে তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ সিবিআই-এর। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, দিল্লি এসি ১ (AC-1) শাখায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, ‘তিলোত্তমাকে’ ন্যায় বিচার পাইয়ে দিতে বারো জনের একটি দল গঠন সিবিআই-এর। সেখানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ,ডাক্তার ও তদন্তকারী আধিকারিকরা। তদন্তের মূল দায়িত্বে রয়েছেন দিল্লির অফিসাররা। সাহায্য করবে কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।
এই তদন্তের প্রত্যেকদিনের আপডেট নেবেন সিবিআই-এর অ্যাডিশনাল ডাইরেক্টর। তিনি তদন্তকারী দলের মাথায় রয়েছেন। দলটিতে থাকবে ডিআইজি, এসপি,ডিএসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা সিবিআই-কে হ্যান্ডওভার করে। এরপর বুধবার সিজিও কমপ্লেক্সে বৈঠক স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজির। খুনের মোটিভ খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। তিলোত্তমাকে কত দিন টার্গেট করেছিল অভিযুক্ত? এই ধরনের নানা প্রশ্ন ওঠে।