Kolkata Police: সেমিনার হল থেকে কি প্রমাণ লোপাট হল? উত্তর দিল কলকাতা পুলিশ
Kolkata Police: অভিযোগ উঠছে, প্রমাণ লোপাটের চেষ্টার জন্যই কি এই হামলা? কেউ আবার বলছেন, যে ঘর থেকে নির্যাতিতার দেহ মিলেছিল অর্থাৎ সেমিনার হল সেটিও ভাঙা হয়েছে। এইসবের মধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট কলকাতা পুলিশের। আদৌ কি সেমিনার হল ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালের দুষ্কৃতী তাণ্ডবে?
কলকাতা: তছনছ আরজি কর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড। রাত্রি সাড়ে বারোটা নাগাদ লাঠি- রড নিয়ে হাসপাতালে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। লন্ডভন্ড করা হয় হাসপাতালের এমার্জেন্সি। ছড়িয়ে পড়ে ওষুধ। নষ্ট হয়েছে রোগীদের প্রয়োজনীয় নথিপত্র। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। অভিযোগ উঠছে, প্রমাণ লোপাটের চেষ্টার জন্যই কি এই হামলা? কেউ আবার বলছেন, যে ঘর থেকে নির্যাতিতার দেহ মিলেছিল অর্থাৎ সেমিনার হল সেটিও ভাঙা হয়েছে। এইসবের মধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট কলকাতা পুলিশের। আদৌ কি সেমিনার হল ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালের দুষ্কৃতী তাণ্ডবে?
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
কলকাতা পুলিশ পোস্ট করে জানিয়েছে, সেমিনার হল স্পর্শ করা হয়নি। পাশাপাশি নেটিজেনদের উদ্দেশ্যে এও বার্তা দেওয়া হয়েছে, খবরের সত্যতা যাচাই না করে তা যেন ছড়ানো না হয়। আর যদি গুজব ছড়ানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধেও আইনত কড়া পদক্ষেপ করা হবে।
Crime of Scene is Seminar Room and it has not been touched. Don’t spread unverified news. We will initiate legal action for spreading rumours. https://t.co/V76OKNgMPf
— Kolkata Police (@KolkataPolice) August 15, 2024
অপরদিকে, গতকালের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। বেআইনি জমায়েতের ধারা রুজু করে ধরপাকর শুরু করেছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, দুষ্কৃতী তাণ্ডবে এখনও পর্যন্ত পনেরো জন পুলিশ আহত হয়েছেন। তার মধ্যে রয়েছে ডিসি নর্থ, ওসি মানিকতলা।