Arpita Mukherjee: ৩২২ দিন পর হঠাৎ জামিনের আবেদন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার

Arpita Mukherjee: আগামী ২৯ মে অর্পিতার জামিনের আবেদনের শুনানি রয়েছে। ওইদিন সশরীরে আদালতে হাজির থাকতে হবে অর্পিতাকে।

Arpita Mukherjee: ৩২২ দিন পর হঠাৎ জামিনের আবেদন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতার
অর্পিতা মুখোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 12:08 AM

কলকাতা : তাঁর দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। কার্যত টাকার পাহাড় দেখেছিল গোটা বাংলা। রাতারাতি গ্রেফতার হয়ে চর্চার শীর্ষে উঠে এসেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই মহিলা বারবার বলেছেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন, সবটাই নাকি ষড়যন্ত্র করা হয়েছে। তবে তিনি জামিন চাননি কখনও। গ্রেফতার করার পর কোর্টে পেশ করা হলে তিনি কেবলমাত্র প্রথম দিনই জামিনের আবেদন জানিয়েছিলেন। এবার ৩২২ দিন পর জামিনের আবেদন করলেন অর্পিতা মুখোপাধ্যায়। বুধবার বিশেষ ইডি আদালতে এই আবেদন জানিয়েছেন তিনি।

আগামী ২৯ মে অর্পিতার জামিনের আবেদনের শুনানি রয়েছে। ওইদিন সশরীরে আদালতে হাজির থাকতে হবে অর্পিতাকে। আইনজীবীদের একাংশের মতে, এতদিন আইনি সুবিধা পেতেই সম্ভবত জামিনের আবেদন করেননি অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার আদালতে জামিনের আবেদন জানালেও অর্পিতা কখনই সেই আবেদন করেননি। তাই এতদিন পর তাঁর এই আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ মামলায় শুরুর দিকেই যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম অর্পিতা মুখোপাধ্য়ায়। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে একই দিনে গ্রেফতার করেছিল ইডি। রাতভর তাঁর আবাসনে তল্লাশি চালানোর পরই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমেই প্রশ্ন উঠেছিল কোথা থেকে তাঁর কাছে এল এত টাকা? পরে তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে পার্থর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা।

তবে ধরা পড়ার পর ইডি হেফাজতে থাকাকালীন সংবাদমাধ্যমের সামনে বারবার কান্নাকাটি করতে দেখা গিয়েছে তাঁকে। বারবার বলতে শোনা গিয়েছে, ওই টাকা তাঁর নয়। তবে তাতে চিঁড়ে ভেজেনি। ইডি হেফাজত শেষে জেল হেফাজতে যেতে হয় তাঁকে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি।