DA Agitation: উৎসব শেষেই টের পাবেন কী করব, DA নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

DA Agitation: প্রসঙ্গত, ডিএ-র দাবিতে দীর্ঘদিন থেকেই বাংলায় আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারের কর্মীদের একটা বড় অংশ। যার আঁচ পড়েছে দিল্লিতেও। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা সেখানেও করেছেন বিক্ষোভ।

DA Agitation: উৎসব শেষেই টের পাবেন কী করব, DA নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারীরা Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 5:27 PM

কলকাতা: পুজোর আবহে সুখবর মিলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। আরও ৪ শতাংশ হারে বাড়ছে ডিএ। ৪২ থেকে কেন্দ্রের ডিএ বেড়ে হয়েছে ৪৬ শতাংশ। আগামী মাসেই বেতনের সঙ্গে বকেয়া বর্ধিত অংশ পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিনই এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। যা নিয়েই শোরগোল রাজনীতি থেকে নাগরিক মহলে। প্রসঙ্গত, এদিকে ডিএ-র দাবিতে দীর্ঘদিন থেকেই বাংলায় আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারের কর্মীদের একটা বড় অংশ। যার আঁচ পড়েছে দিল্লিতেও। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা সেখানেও করেছেন বিক্ষোভ। 

কেন্দ্রের নয়া ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসছেন ডিএ আন্দোলনকারীরা। তোপ দেগেছে বামেরাও। বাংলার সরকারকে নিশানা করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলছেন, “আপনাকে এবং আপনার সরকারকে একরাশ ধিক্কার জানাই। দেশের মধ্যে আর একটা দেশ তৈরির প্রচেষ্টা আপনি করছেন তার ধিক্কার জানাই। শিক্ষিত ছেলেমেয়ে থেকে সরকারি কর্মচারীদের বঞ্চিত করার যে নজিরবিহীন ইতিহাস আপনি রচনা করছেন তার ধিক্কার জানাই। অপেক্ষা করুন, কর্মচারীরা তৈরি হচ্ছেন। উৎসবের মরসুম পেরলেই আপনাকে টের পাওয়ানো হবে, তখন আপনি ঠিকই অর্থের সংস্থান করতে পারবেন।”  

খোঁচা দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। বলছেন, “এমএলএ, মন্ত্রীদের মাইনে বাড়ানো গিয়েছে। কিন্তু, ডিএ-তে নেই, আইসিডিএস, সিভিক পুলিশ, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে নেই। ফারাক বাড়ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও বাংলার সরকারি কর্মচারী, বা অন্য রাজের কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বাড়ছে। বঞ্চনার শিকার হচ্ছে আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ।”