Attack on ED office driver: ‘কোথায় চলে গাড়িটা?’ বলেই থাপ্পড়! ED-র গাড়ি চালকের ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ

Attack on ED office driver: অভিযোগ, গাড়ি থেকে সব নথিপত্র চুরি করে নেওয়া হয়েছে। তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

Attack on ED office driver: 'কোথায় চলে গাড়িটা?' বলেই থাপ্পড়! ED-র গাড়ি চালকের ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ
ইডি-র গাড়ি চালকের ওপর হামলার অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 9:21 PM

কলকাতা : বর্তমানে রাজ্যে একাধিক মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এই সংস্থাই গ্রেফতার করেছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। এবার হামলার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন সেই সংস্থার গাড়ির চালক। মঙ্গলবার সকালে বিধাননগরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানিয়েছেন বিট্টু সিং নামে ওই চালক। তাঁর দাবি, স্কুটি ও বাইকে করে এসে একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তাঁর গাড়ির নথিপত্র চুরি করা হয়েছে বলেও অভিযোগ।

এ দিন বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিট্টু। তিনি জানান, বিধান নগর কমিশনারের অফিসের অদূরেই ওই ঘটনা ঘটেছে। ওই চালক জানান, এ দিন সকালে তিনি যখন ইডি অফিসের দিকে যাচ্ছিলেন, তখন পাঁচ জন দুষ্কৃতী বাইকে ও স্কুটিতে চেপে এসে তাঁর গাড়িটি থামিয়ে দেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, গাড়িটি কোন সংস্থার জন্য চালানো হয়। বিট্টু জানান, তিনি প্রথমে কোনও উত্তর দিতে চাননি। তখন তাঁকে সজোরে থাপ্পড় মারেন দুষ্কৃতীরা। একটি স্কুটি ও তিনটি বাইকে মোট পাঁচজন ছিলেন বলে অভিযোগ।

অভিযোগ, গাড়িটি ইডি-তে ব্যবহার করা হয় কি না, তা জানতে চাপ দেওয়া হয়। এরপর ভয় দেখিয়ে গাড়িতে তারা উঠে পড়েও বলেও দাবি চালকের। তিনি জানান, গাড়ি থেকে সব গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়। দুষ্কৃতীদের একজনের গাড়ির নম্বর প্লেটের ছবি তুলেছিলেন চালক, এরপর মোবাইলটিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান ওই চালক। এই ঘটনার পর সংস্থার অন্যান্য গাড়ি চালকেরাও আশঙ্কা প্রকাশ করেছেন। গোটা ঘটনার তদন্তে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।