Bengal BJP: ভিন রাজ্যে বিজেপির ‘জয়’ মনোবল বাড়াবে, বাংলায় ঝড়ও উঠবে! পূর্বাভাস সুকান্তর
BJP: নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠক থেকে এদিন বিজেপিকে নাম না করে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ফুল বদল করেই বিজেপিকে কটাক্ষ করেন জয়প্রকাশ মজুমদার। তাঁর পর্যবেক্ষণ, ‘বিজেপির শরীরের অবস্থা ভাল নয়।’ মূল্যবোধের রাজনীতি করতে গেলে পদ্মে থেকে তা করা সম্ভব নয় বলেও তৃণমূলে যোগ দিয়ে বলেন জয়প্রকাশ। তবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ‘দলত্যাগী’ জয়প্রকাশের বক্তব্যকে আমলই দিলেন না মঙ্গলবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “উনি তো সাসপেন্ড ছিলেন। তাই কোন দলে যাবে সেটা ওনার ব্যাপার। উনি দল বদল করে এসেছিলেন। আবার দল বদল করলেন। ভবিষ্যতে আবারও করতে পারেন।”
জয়প্রকাশকে কটাক্ষ সুকান্তর
মঙ্গলবারই নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক কর্মসূচিতে ঘাসফুল শিবিরে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পরই বারবার পদ্মনেতাদের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা গিয়েছে জয়প্রকাশকে। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ‘মেসির টিম’ বলে তকমা দিয়েছেন পুরভোটে জয়ের পর। এবার সেই টিমেই নাম লেখালেন বিজেপির এক সময়ের ‘বিদ্রোহী’ নেতা। সুকান্ত মজুমদারের কথায়, “বিজেপি একটা আদর্শে বিশ্বাস করে। সেই আদর্শের পরিবার থেকে উনি আসেননি। বিজেপির ভিতরের অবস্থা তার পক্ষে বোঝা সম্ভব নয়।”
তৃণমূলের জনসংযোগ কর্মসূচি নিয়ে বিস্ফোরক বিজেপি
এদিন তৃণমূলের তিন দফার জনসংযোগ কর্মসূচি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি। সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের জনসংযোগ নয়। আসলে ওটা তোলা সংযোগ। কোথাও কারখানা হয়েছে কি না, কোথাও ছোট শিল্প হয়েছে কি না সেটাই ওরা জরিপ করতে যাবে। পরবর্তীকালে সেখান থেকে তোলা তুলতে সুবিধা হবে।”
প্রসঙ্গ নবান্নে ঝড় তোলা
নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠক থেকে এদিন বিজেপিকে নাম না করে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আগে থেকে বলে বেড়াচ্ছে উত্তর প্রদেশে জিতলে নবান্নে ঝড় তুলবে। নিজেদের ওয়ার্ডেই ঝড় তুলতে পারে না, আবার বড় বড় কথা। তোমরা ঝড় তুললে আমি টর্নেডো তুলব, তুফান তুলব।” পাল্টা সুকান্তের তোপ, “সময় আসুক তখনই বোঝা যাবে টর্নেডো আসবে, নাকি আমফান আসবে। তবে তৃণমূলের নেতারা আমফান বা টর্নেডো থেকে পয়সা চুরি করতে ভাল পারেন, সেটা আমরা জানি।”
একইসঙ্গে শুক্রবার পাঁচ রাজ্যের ফলপ্রকাশ (উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর) নিয়ে প্রত্যয়ী সুকান্ত মজুমদারের বক্তব্য, “১০ তারিখ পাঁচ রাজ্যে ভোটের ফল। আমরা আশা করছি চার জায়গায় খুব ভাল ফলাফল করব। স্বাভাবিকভাবেই এতে কর্মীদের মনোবল বাড়বে, তারা রাস্তায় নামবে। আর বিরোধী পক্ষ রাস্তায় নামলে তো নিশ্চয়ই ঝড় উঠবে।”
আরও পড়ুন: Mamata Banerjee: ‘বোনেরাই বিধানসভার সম্মান রক্ষা করেছে’, নারী দিবসে কুর্নিশ মমতার