Bikash Ranjan Bhattacharya on Mamata: ‘২ ঘণ্টার মধ্যে ১৭ হাজার ছেলেমেয়েকে চাকরি দেব’, তবে একটাই শর্ত বিকাশের

Bikash Ranjan Bhattacharya on Mamata: এসএসসির একাধিক মামলা লড়ছেন বিকাশ রঞ্জন। মমতার তোপ, বিকাশের জন্য বন্ধ হয়েছে নিয়োগ।

Bikash Ranjan Bhattacharya on Mamata: '২ ঘণ্টার মধ্যে ১৭ হাজার ছেলেমেয়েকে চাকরি দেব', তবে একটাই শর্ত বিকাশের
মমতাকে পাল্টা তোপ বিকাশের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2022 | 6:50 PM

কলকাতা: প্রভাব খাটিয়ে মেয়ের চাকরি দিয়েছেন মন্ত্রী, এমন তথ্য যখন আদালতে সামনে এসেছে, তখন মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করলেন, মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্যই নাকি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের সভা থেকে মমতা এই বার্তা দেওয়ার পরই বিকাশ ভট্টাচার্য দাবি করলেন, ১৭ হাজার ছেলেমেয়েকে চাকরি দিতে মাত্র ২ ঘণ্টা সময় লাগবে তাঁর। তার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে।

মঙ্গলবার মমতার সভায় আচমকা এক মহিলা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন। ‘চাকরি চাই’ লেখা সেই প্ল্যাকার্ড দেখার পরই বিকাশ ভট্টাচার্যকে নিশানা করেন মমতা। নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা লড়ছেন এই বর্ষীয়ান বাম নেতা তথা আইনজীবী। তাঁর নাম করে মমতা দাবি করেন, আদালতের এই সব মামলার জন্যই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। মমতা বলেন, ‘বিকাশ বাবুদের গিয়ে বলুন। আপনার তো টাকার অভাব নেই। আপনি কেস করে ছেলেমেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। আপনি যেমন চাকরি বন্ধ করেছেন, আপনিই আবার চাকরি চালু করবেন।’

‘কাটমানির ব্যবস্থা বন্ধ করে দিলেই চাকরি হবে’

মমতার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিকাশ ভট্টাচার্য বলেন, ‘উনি পদত্যাগ করুন। আমি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি।’ তাঁর প্রশ্ন, আদালতে মামলা হল কেন? দুর্নীতি আর কাটমানির জন্যই মামলা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন বাম নেতা। তাঁর দাবি, কাটমানির ব্যবস্থা বন্ধ করে দিলেই চাকরি হবে। মামলাকারীদের বিরুদ্ধে তোপ দেগে আদতে যোগ্য ও শিক্ষিত প্রার্থীদের মমতা বিভ্রান্ত করছেন বলেই দাবি বিকাশের। তাঁর স্পষ্ট বার্তা, ‘সাহস থাকলে পদত্যাগ করুন।’

‘২ ঘণ্টার মধ্যে চাকরি দেব’

বিকাশ রঞ্জন মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে পাল্টা তোপ দেগে দাবি করেন, মমতা যদি নবান্ন থেকে সরে যান, তাহলে তিনি ২ ঘণ্টার মধ্যে ১৭ হাজার ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করবেন। বিকাশ ভট্টাচার্য বলেন, ‘উনি সরে যান। ১৭ হাজার ছেলেমেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। আমি চাকরি দেব। কোনও অসুবিধা হবে না। কোনও আদালত আটকাবে না। ওঁর ছেলেরা কান্নাকাটি করবে, এর থেকে বেশি কিছু হবে না।’

‘বিকাশবাবু মামলা করেননি, শুধু সওয়াল করেছেন’

এ দিন মমতা দাবি করেছেন, বিকাশ বাবুরা মামলা করেছেন বলেই বন্ধ হয়েছে নিয়োগ। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকাশ ভট্টাচার্য জবাব দিয়ে বলেন, ‘ওনার বোঝা উচিত, বিকাশবাবু মামলা করেননি, মামলা করেছেন যোগ্য প্রার্থীরা। বিকাশ বাবু শুধু সওয়াল করেছেন। এই সওয়াল করাটাই আমাদের কাজ। মামলা হয়েছে বলেই দুর্নীতি সামনে এসেছে।’

‘১৭ হাজার সংখ্যাটা কোথা থেকে পেলেন?’

একই সঙ্গে ১৭ হাজার চাকরির পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। এ দিন মমতা দাবি করেছেন ১৭ হাজার প্রস্তুত আছে, আদালত বললেই নিয়োগ শুরু হবে। কিন্তু বিকাশ বাবুর দাবি, ১৭ হাজার সংখ্যাটা কোথা থেকে পাওয়া গেল, তা তাঁর জানা নেই। কারণ বিজ্ঞপ্তিতে যে সংখ্যাটা ছিল, সেটা আরও বেশি। তাহলে ১৭ হাজার কেন? আইনজীবী উল্লেখ করেছেন, মমতার দল টাকা খেয়ে ১৭ হাজার লোককে চাকরি দিয়েছিল, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তাই আদালতের নির্দেশে তাঁদের চাকরি যেতে বসেছে। অসৎ উপায়ে কেন চাকরি দেওয়া হল, সেই প্রশ্নই তুলেছেন বিকাশ বাবু।