Bishnupur Theft: পোষ্যের গোঙানিটা কানে এসেছিল, অবলা প্রাণীটার নির্বাক দৃষ্টিই জানান দিল বিপদের

Bishnupur Theft: বিষ্ণুপুরের বাসিন্দা সৈয়দ নাসিম আইটি কর্মী। বর্তমানে তিনি ওয়ার্ক ফর্ম হোম করছেন। সোমবার বিকাল পাঁচটা নাগাদ তিনি ও তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে রাসবিহারীতে গিয়েছিলেন।

Bishnupur Theft: পোষ্যের গোঙানিটা কানে এসেছিল, অবলা প্রাণীটার নির্বাক দৃষ্টিই জানান দিল বিপদের
বিষ্ণুপুরে চুরি
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2022 | 11:27 AM

কলকাতা: মেয়েকে টিউশন পড়াতে নিয়ে গিয়েছিলেন বাড়ির কর্তা ও গিন্নি। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়েছিল। গেটের বাইরে থেকেই পোষ্যর গোঙানি শুনতে পেয়েছিলেন তাঁরা। গৃহকর্তাদের কথায়, পোষ্যর সেই ডাক স্বাভাবিক ছিল না। তখনই বিপদ আঁচ করতে পেরেছিলেন তাঁরা। ঘরে ঢুকে বুঝলেন সর্বস্ব খুইয়েছেন। পোষ্যকে লোহার গ্রিলের সঙ্গে বেঁধে রেখেছিলেন কেউ। আলমারি খোলা। সব কিছু লণ্ডভণ্ড। খাটের ওপর রাখা ল্যাপটপটাও উধাও। রয়েছে কেবল চার্জারটা। বাড়ির পোষ্যকে বেঁধে রেখে দুঃসাহসিক চুরি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। নগদ দেড় লক্ষ টাকা ও সোনার গয়না মিলিয়ে মোট ২০-২৫ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে গৃহকর্তার দাবি। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

বিষ্ণুপুরের বাসিন্দা সৈয়দ নাসিম আইটি কর্মী। বর্তমানে তিনি ওয়ার্ক ফর্ম হোম করছেন। সোমবার বিকাল পাঁচটা নাগাদ তিনি ও তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে রাসবিহারীতে গিয়েছিলেন। সেখানেই টিউশন পড়ে তাঁর মেয়ে। নাসিমের কথায়, বিকাল পাঁচটা তাঁরা বেরিয়েছিলেন। ঘরে একাই ছিল তাঁদের পোষ্য। সে ছাড়াই ছিল। সবসময়ই সেরকমই থাকে। তাঁরা ফিরেছিলেন সন্ধ্যা সাতটা নাগাদ।

গৃহকর্তা জানিয়েছেন, তাঁরা ফিরে দেখেন, পোষ্য বাঁধা রয়েছে। অদ্ভুতভাবে তাঁদের দিকে তাকিয়ে ছিল। ঘরে ঢুকে দেখেন সব জিনিসই লণ্ডভণ্ড। আলমারি খুলে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সঙ্গে নিয়ে গিয়েছে ল্যাপটপ, দামী মোবাইলও।

বাড়ির কর্ত্রী নাজিমা বিবি বলেন, “আমরা কখনই আমাদের পোষ্যকে বেঁধে রাখি না। কিন্তু যখন ওকে ওই অবস্থায় দেখি, তখনই বুকটা ছ্যাঁৎ করে ওঠে। ঘরে ঢুকে দেখি এই অবস্থা। বিকালের মধ্যেই এমন ঘটনা ঘটতে পারে, দুঃস্বপ্নেও কেউ কখনও ভাবেনি এখানে।”

এলাকা জনবহুল। সেখানে বিকালে কীভাবে এত দুঃসাহসিক চুরি ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবেশীরা কি আদৌ কিছু টের পাননি? উঠছে সে প্রশ্নও। তদন্তকারীরা মনে করছেন, পরিচিত কেউ এই ঘটনায় জড়িত থাকতেও পারেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।