BJP leader BL Santosh: কলকাতা নামতেই বি এল সন্তোষকে স্বাগত জানালেন সুকান্ত, ধূপগুড়ি হারের কাটাছেঁড়া করতেই বাংলায় পদ্ম নেতা?
BJP leader BL Santosh: শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমান বন্দরে নামে অমিত শাহ ঘনিষ্ঠ এই নেতা। সেখানেই বিজেপির এই বর্ষীয়ান নেতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান সুকান্তরা। এরপরই সোজা চলে যান কলতাতায় বিজেপির সদর দফতরে। কলকাতাতেই ছিলেন রাতে।
কলকাতা: তিনি আসছেন। খবরটা শোনা গিয়েছিল আগেই। যোগ দেওয়ার কথা ছিল দলীয় বৈঠকে। নির্ধারিত সফরসূচি মেনেই কলকাতায় এলেন বিজেপি নেতা বি এল সন্তোষ। প্রসঙ্গত, ধূপগুড়ি উপনির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে বিজেপির। হারতে হয়েছে তৃণমূলের কাছে। ৪ হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থীর কাছে হেরে গিয়েছেন পদ্ম প্রার্থী। কিন্তু, কেন এমনটা হল? অনেকেই বলছেন, হারের কারণ কাটাছেঁড়া করতেই ধূপগুড়ি উপনির্বাচনের ফলপ্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে বাংলায় এলেন সর্বভারতীয় স্তরের এই নেতা। শনিবার সন্ধ্যায় তিনি যখন কলকাতা বিমানবন্দরে নামেন তখন সেখানে তাঁকে স্বাগত জানাতে এসেছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।
সূত্রের খবর, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমান বন্দরে নামে অমিত শাহ ঘনিষ্ঠ এই নেতা। সেখানেই বিজেপির এই বর্ষীয়ান নেতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান সুকান্তরা। এরপরই সোজা চলে যান কলতাতায় বিজেপির সদর দফতরে। কলকাতাতেই ছিলেন রাতে। সেখানেই রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন বলে খবর। যদিও আগে যখন তাঁর বাংলা সফরের কথা শোনা গিয়েছিল সেখানে ধূপগুড়িও থাকতে পারে পারে বলে কেউ কেউ বলছিলেন। যদিও নয়া সূচিতে সেই উল্লেখ নেই। সূত্রের খবর, এদিন সকাল ৮ নাগাদ বিজেপির পার্টি অফিস থেকে সোজা চলে যান দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানেই সকাল ৯টা ৫মিনিটে ধরছেন ফেরার বিমান।