Dilip Ghosh: ‘ডিসেম্বর তো আসুক, কিছু তো হবেই’, নভেম্বর শেষে ‘ডেডলাইন’ নিয়ে ফের বিস্ফোরক দিলীপ

Dilip Ghosh: ডিসেম্বরের ১৮ তারিখে রয়েছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। গোটা বিশ্বজুড়ে চড়ছে বিশ্বকাপের পারদ। কিন্তু, বাংলায় ক্রীড়ামহলে ফুটবল উন্মাদনা চড়ার সঙ্গে সঙ্গেই ডিসেম্বর নিয়ে শুরু হয়েছে বিস্তর চাপানউতর।

Dilip Ghosh: ‘ডিসেম্বর তো আসুক, কিছু তো হবেই’, নভেম্বর শেষে ‘ডেডলাইন’ নিয়ে ফের বিস্ফোরক দিলীপ
দিলীপ ঘোষ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2022 | 9:12 PM

কলকাতা: নভেম্বর শেষ হতে বাকি আর হাতে গোনা কয়েকদিন। তারপরেই ডিসেম্বর! এই ডিসেম্বরের ১৮ তারিখই রয়েছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল (World Cup Football finals)। গোটা বিশ্বজুড়ে চড়ছে বিশ্বকাপের পারদ। কিন্তু, বাংলায় ক্রীড়ামহলে ফুটবল উন্মাদনা চড়ার সঙ্গে সঙ্গেই ডিসেম্বর নিয়ে শুরু হয়েছে বিস্তর চাপানউতর। কারণ ডেডলাইন ডিসেম্বর (December deadline)! এই ডিসেম্বরে কী আরও বড় কিছু হতে চলেছে? বড় কোনও ধামাকা? বঙ্গ রাজনীতির রঙ্গ মঞ্চে ডিসেম্বরে কী অপেক্ষা করছে? বিজেপি নেতাদের বেধে দেওয়া ‘ডেডলাইনেই’ তাই শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই বলেছেন বড় ‘চোর ধরা পড়বে ডিসেম্বরে।’ তাঁর সাফ দাবি, ‘ডিসেম্বরের মধ্যেই গুটিয়ে যাবে ঝাঁপ।’

এরপর একে একে আসরে নেমেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), “বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপকে বলতে শোনা যায়, ডিসেম্বরের আগেও কিছু হতে পারে। অনেক কিছু হতে পারে। আর্থিক জরুরি অবস্থা শুরু হয়ে গিয়েছে। আরও নেতা ভিতরে যেতে পারে। সরকার টালমাটাল হতে পারে। নিজের সরকারের মধ্যে বিদ্রোহ হতে পারে।” সুকান্ত বলেন, “নিজের দোষে সরকার যদি নিজেই কাঁপে তবে আমাদের কী করা আছে।” এদিকে সাম্প্রতিককালে মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন, সরকারের পতন দেখেছে গোটা দেশ। সে বিষয়ে বিজেপির দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “মহারাষ্ট্রে টাকা দিয়ে একটা সরকারকে ভেঙে দিল।” এই মহারাষ্ট্রের উদাহরণ টেনেই ২৭ জুন শুভেন্দুর হুঁশিয়ারি, “সবে মহারাষ্ট্র হয়েছে। এরপরে ঝাড়খণ্ড হবে। তারপর রাজস্থান হবে। তারপরে বাংলায় পৌঁছে যাব আমরা।” সুকান্ত বলেন, “দেখা যাক। মহারাষ্ট্রের মতো একনাথ শিন্ডে এখানে জন্ম নেয় কিনা।” বিজেপি শীর্ষনেতাদের এ মন্তব্য নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। 

ডেডলাইন ডিসেম্বর নিয়ে শুভেন্দুকে ফের বলতে শোনা যায়, “আবার বলছি বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে। এই রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে।”  কার কথা বলছেন শুভেন্দু? দিলীপ বললেন, “ডিসেম্বর তো আসুক। কিছু তো হবেই। সুনামি তো হবে না। দেখা যাক কী হয়।” এদিকে বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। শুরু হয়ে গিয়েছে সলতে পাকানো। তাঁর আগে বিজেপি নেতাদের লাগাতার ‘ডিসেম্বরের’ হুঁশিয়ারিতে ক্রমেই চড়ছে জল্পনার পারদ। এখন দেখার কী হয় ডিসেম্বরে।