Tathagata Roy: ওমপ্রকাশ উপাচার্য হতেই ছাত্রী-শিক্ষিকাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তথাগত
Om Prakash Mishra: তিনি লেখেন, 'আজকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ও অধ্যাপিকাদের বিপদ বেড়েছে। সাবধান থাকা প্রয়োজন।'
বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্ট করেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। ফেসবুকে তিনি লেখেন,’সুবীরেশের পদ গেল, ওমপ্রকাশ নতুন উপাচার্য’। এরপরই তাঁর সংযোজন, ‘ওমপ্রকাশ ও আমি একসময় দু’জনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু’টি বিভাগের প্রধান ছিলাম। ওঁর সঙ্গে টিভিতে অনেক বিতর্ক করেছি।’ এরপরই নিরাপত্তা নিয়ে আশঙ্কার সুর শোনা গেল তাঁর গলায়। তিনি লেখেন, ‘আজকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ও অধ্যাপিকাদের বিপদ বেড়েছে। সাবধান থাকা প্রয়োজন।’
তথাগতর এই পোস্ট ঘিরে বাড়তে শুরু করেছে বিতর্ক। আদপে কী বোঝাতে চাইলেন তথাগত? তথাগতর এই মন্তব্যের বিষয়ে টিভি ৯ বাংলার পক্ষ থেকে প্রতিক্রিয়া চাওয়া হলে এই বিষয়টিকে তেমন গুরুত্বই দিতে নারাজ সদ্য উপাচার্য হওয়া ওমপ্রকাশ। আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক বলেন, ‘উনি কী বলতে চাইছেন জানি না। আসলে উনি যদি ব্যক্তি আক্রমণ করে মনে করেন যে মিডিয়ায় তা সম্প্রচার করা হবে, তাহলে করবেন। আসলে এগুলি বিরক্তিকর কথা। এই সব নিয়ে প্রতিক্রিয়া দেওয়া ঠিক নয়।’ এরপরই মৃদু কটাক্ষের সুরে নয়া উপাচার্য বলেন, ‘আমার সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল (তথাগত রায়ের)। কিন্তু যখন ডিবেট হত,তখন তিনি থাকতেন না। তবে এখন এই সমস্ত তিক্ততা ভুলে যেতে চাই। কয়েকদিন আগে চেন্নাইতে ডিবেট ছিল। কিন্তু উনি আসেননি। সকলে বলল,আমি ছিলাম বলে উনি আসেননি।’
বিষয়টি নিয়ে সেই অর্থে কোনও মন্তব্য করতে চাননি উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, ‘এই বিষয়ে তথাগতবাবু ভাল বলতে পারবেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন। তবে এই ধরনের অভিযোগ উঠেছিল শুনেছিলাম। শিক্ষাকে পরিষ্কার রাখা দরকার।’