Bengal BJP: টালবাহানায় ইতি, বিধানসভাতেই হবে বিজেপির বিজয়া সম্মিলনী

Bengal BJP: এখনও পর্যন্ত যা খবর, বিধানসভাতেই হচ্ছে বিজয়ার সেই অনুষ্ঠান। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, ওইদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজয়ার অনুষ্ঠান চলার কথা।

Bengal BJP: টালবাহানায় ইতি, বিধানসভাতেই হবে বিজেপির বিজয়া সম্মিলনী
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 5:48 PM

কলকাতা: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) বিজয়া সম্মিলনীর (BJP Bijaya Sammilani) আয়োজন করছে বিজেপি। আগামী ২০ অক্টোবর পদ্ম বিধায়কদের সঙ্গে নিয়ে বিজয়া সম্মিলনী করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির তরফ থেকে সময় চাওয়া হয়েছিল দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত। কিন্তু বিধানসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল ওই সময়ের বদলে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা ৪৫ পর্যন্ত সময়ের মধ্যে তা শেষ করতে হবে। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল, বিকল্প কোনও জায়গার খোঁজ করা হবে কি না। তবে এখনও পর্যন্ত যা খবর, বিধানসভাতেই হচ্ছে বিজয়ার সেই অনুষ্ঠান। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, ওইদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজয়ার অনুষ্ঠান চলার কথা।

প্রসঙ্গত, এর আগে ১৩ অক্টোবর এই বিজয়া সম্মিলনী করতে চেয়েছিল বিজেপির বিধায়ক দল। কিন্তু সেই সময়ে ঘর না পাওযায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। বিধানসভা সূত্রে খবর, ঘর চেয়ে দ্বিতীয়বার আবেদন করার পরেও বিজেপির চাওয়া সময় মতো নওসর আলি কক্ষের অনুমতি দেয়নি বিধানসভা কর্তৃপক্ষ। উল্টে বিধানসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ২০ তারিখ নওসর আলি কক্ষে পাবলিক অ্যাকাউন্স কমিটির (PAC) মিটিং আছে। তাই,বিজয়া সম্মিলনী করতে গেলে ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১ টা ৪৫ মিনিটের মধ্যে সেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

এরপরই বিকল্প স্থান নিয়ে জল্পনা ছড়িয়েছিল। বিজেপি সূত্রে খবর, বিকল্প স্থান হিসেবে নিজাম প্যালেসকেও চিহ্নিত করা হয়েছিল। যদি বিধানসভার দেওয়া সময় মতো অনুষ্ঠানের আয়োজন করা না যায়, সেক্ষেত্রে বিকল্প স্থানে বিজয়া সম্মিলনীর আয়োজন করার চিন্তা ভাবনা চলছিল বলেই খবর। তবে শেষ পর্যন্ত যা স্থির হয়েছে, বিধানসভাতেই হবে বিজেপি পরিষদীয় দলের বিজয়া।

প্রসঙ্গত, ওই একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও একটি বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী নিজেও।