West Bengal BJP: স্কুল পড়ুয়াদের জন্য খাতায় মমতার ছবি ব্যবহারের অভিযোগ! ফের কমিশনে বিজেপি
Lok Sabha Election: বিজেপির বক্তব্য, সম্প্রতি শিক্ষা দফতরের তরফে স্কুলের পড়ুয়াদের জন্য খাতা বিলি করা হয়েছে। তাদের অভিযোগ, সেই খাতাগুলিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ব্যবহার করা হয়েছে। এই ধরনের কাজ আদর্শ আচরণবিধি ভঙ্গের সামিল বলেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে দাবি করেছে বিজেপি।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিজেপির। বুধবারই এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠিয়ে নালিশ জানিয়েছে বিজেপি শিবির। বিজেপির বক্তব্য, সম্প্রতি শিক্ষা দফতরের তরফে স্কুলের পড়ুয়াদের জন্য খাতা বিলি করা হয়েছে। তাদের অভিযোগ, সেই খাতাগুলিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ব্যবহার করা হয়েছে। এই ধরনের কাজ আদর্শ আচরণবিধি ভঙ্গের সামিল বলেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে দাবি করেছে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, পড়ুয়াদের অভিভাবক তথা ভোটারদের প্রভাবিত করার অভিপ্রায়েই খাতায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ব্যবহার করা হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো ওই চিঠিতে স্কুল পড়ুয়াদের জন্য সেই খাতার ছবিও পাঠিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। নির্বাচন কমিশন যাতে এই বিষয়টিতে প্রয়োজনীয় পদক্ষেপ করে, এই আবেদনও জানিয়েছেন তিনি। সঙ্গে খাতায় ব্যবহারের জন্য ছবির বিকল্প অপশনও বিজেপির থেকে দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের বক্তব্য, শিক্ষা দফতর মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবি ব্যবহারের পরিবর্তে স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীদের ছবি ব্যবহার করতে পারে স্কুল পড়ুয়াদের খাতায়। নির্বাচন কমিশনে পাঠানো ওই চিঠিটির প্রতিলিপি বিশেষ পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছেও পাঠিয়েছেন বাজোরিয়া।
The whole Education System is in tatters in West Bengal, with bigwigs of the Education Department languishing in Jail. Ineligible persons have been recruited as Teachers in Govt Schools in exchange of cash. The School Education Infrastructure is crumbling and the Quality of… pic.twitter.com/6mqonkdPI5
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 10, 2024
উল্লেখ্য, বুধবার সকালেই এই বিষয়টি নিয়ে এক্স হ্য়ান্ডেলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ব্যবহার করা খাতার বেশ কিছু নমুনা শেয়ার করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে খাতার সামনের ও পিছনের কভারে সরকারি বিভিন্ন কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। শিক্ষা দফতরের তরফে পড়ুয়াদের জন্য বিনামূল্যে খাতা বিলির উদ্যোগকে স্বাগত জানালেও, সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিধানসভার বিরোধী দলনেতা।





